কলকাতা 

কংগ্রেস বিধায়ক সুখবিলাস বর্মা পিএসি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন,নতুন কমিটিতে মান্নান সুজন ও রয়েছেন

শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘ টানা পোড়েনোর পর শেষ পর্যন্ত পাবলিক একাউন্টস কমিটি চেয়ারম্যান পদটি বিরোধীদের হাতে ছেড়ে দিল শাসক দল। ২০১৬ সালে দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর বিধানসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান পদ নিয়ে শাসক-বিরোধীদের মধ্যে সংঘাত বাধে। বিরোধী দল কংগ্রেস দাবি করে এটা তাদের প্রাপ্য । কিন্ত বিরোধী দলের পাঠানো নাম বাতিল করে মানস ভুইঞাকে ওই পদে বসানো হয়। সেই সময় মানস ভুইঞা কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন তা সত্তে তাকে ওই পদে বসানো হয়েছিল। আবার মানসবাবু রাজ্যসভার সাংসদ নির্বাচিত হওয়ার পর ওই পদে দলছুট কংগ্রেস বিধায়ক শংকর সিংকে বসানো হয় । বিরোধী দলনেতা আবদুল মান্নান বারবার অনুরোধ করা সত্তে কংগ্রেসের কাউকে ওই পদে বসানো হয়নি।

এবার শাসক দল খানিকটা নমনীয় অবস্থান নিয়েছে তাই কংগ্রেস সুখবিলাস বর্মাকে চেয়ারম্যান করে বিধানসভার নতুন পাবলিক একাউন্টস কমিটি গঠিত হয়েছে। ২০ সদস্যের ওই কমিটিতে কংগ্রেসের সুখবিলাস বর্মা ছাড়াও আবদুল মান্নান, মনোজ চক্রবর্তী এবং অসিত মিত্র রয়েছেন। বামফ্রন্টের তরফে  সুজন চক্রবর্তী, বিশ্বনাথ চৌধুরি ও তন্ময় ভট্টাচার্যকে কমিটিতে রাখা হয়েছে বলে বিধানসভা সূত্রে জানা গেছে। এছাড়া শাসকদল তৃণমূল কংগ্রেসের ১৩ জন সদস্য নতুন পাবলিক একাউন্টস কমিটিতে রয়েছেন। ১৩ ই আগস্ট কমিটির প্রথম বৈঠক বসবে। সরকারের আয় ব্যয়ের ওপর নজর রাখা ওই কমিটির প্রধান কাজ।

Advertisement

শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

20 − twelve =