জেলা 

আজ ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী,ভারত ছাড়ো আন্দোলনের স্মরণে আয়োজিত এক সভায় যোগ দেবেন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : ৯ আগষ্ট স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান গণ আন্দোলন ভারত ছাড়ো আন্দোলনের স্মরণে ঝাড়গ্রামে আয়োজিত এক সভায় যোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার রাতেই ঝাড়গ্রামে চলে যান। ভারত ছাড়ো আন্দোলনে স্মরণ অনুষ্ঠানে এবার বিজেপি ভারত ছাড়ো এই কর্মসূচির তিনি আজ সূচনা করবেন। এছাড়া তিনি ১০ আগষ্ট  আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন।

জেলায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে কাজের অগ্রগতি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জি তিন দিনের সফরে আজ ঝাড়গ্রাম পৌঁছেছেন। চেন্নাইয়ে, তামিলনাড়ুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ডিএমকে প্রধান এম.করুণানিধির পরিবারের সঙ্গে দেখা করে আজই তিনি কলকাতা হয়ে ঝাড়গ্রাম পৌঁছন। আগামী শুক্রবার তিনি আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন।

Advertisement

আদিবাসী উন্নয়নে রাজ্য সরকারের নতুন প্রকল্পও তিনি ঘোষণা করতে পারেন বলে জানা গেছে। শুক্রবার সকালে মুখ্যমন্ত্রী, জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করবেন। ঐদিনই তাঁর কলকাতায় ফেরার কথা।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ