জেলা 

ক্লথ সেন্টারের আড়ালে অস্ত্র কারখানা আগরপাড়ায় উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : উত্তর ২৪ পরগণার আগরপাড়ার উষুমপুর দুনম্বর শিবির এলাকায় অস্ত্র কারখানার হদিশ পেয়ে, কলকাতা পুলিসের স্পেশাল টাস্ক ফোর্স আজ দুপুরে সেখানে হানা দেয়। ক্লথ সেন্টারের আড়ালে ওই কারখানায় অস্ত্র তৈরি হতো। কারখানা থেকে প্রচুর নাইন এম.এম ও সেভেন এম.এম পিস্তল, ৬২টি পিস্তলের যন্ত্রাংশ এবং লেদ মেশিন উদ্ধার করা হয়েছে। মূল অভিযুক্ত পাপ্পূ সিং পলাতক। একমাস আগে সে বিহারের মুঙ্গের থেকে আগরপাড়ায় এসে বাড়ি ভাড়া নেয় বলে জানা গেছে। তার খোঁজে তল্লাশি চলছে।
উল্লেখ্য, ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের আশফাক আহমেদ ওরফে সোনু এবং মুঙ্গেরের মহম্মদ আসলামকে গত ৬ই অগস্ট পুলিস, অস্ত্র পাচারের অভিযোগে রবীন্দ্র সরণী থেকে গ্রেপ্তার করে। দুজনকে জেরা করে আগরপাড়ায় বেআইনি অস্ত্র কারখানার হদিশ মেলে।
ছবি : ফাইল চিত্র

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fifteen − 14 =