কলকাতা 

কলকাতার রাস্তার কুকুরদের নির্বীজকরণ কর্মসূচীতে ব্যাপক দুর্নীতির অভিযোগ,তদন্তে আশ্বাস অতীনের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি :রাস্তার কুকুরদের নির্বীজকরণ কর্মসূচীতে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠায়, কলকাতা পুরসভা বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে বলে মেয়র পারিষদ স্বাস্থ্য, অতীন ঘোষ জানিয়েছেন।
কলকাতা প্রেস ক্লাবে আজ এক সাংবাদিক বৈঠকে শহরের পশুপ্রেমীরা অভিযোগ করেন, পুরসভার কর্মসূচী হলেও নামী বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন দেবশ্রী ফাউন্ডেশন কুকুর নির্বীজকরণের কাজ করছে।
কাগজে কলমে প্রতিটি ওয়ার্ডে ২৫টি করে কুকুরের নির্বীজকরণের দাবি জানানো হলেও আদতে তার চেয়ে কম কুকুর নেওয়া হচ্ছে। ভুল পদ্ধতিতে নির্বীজকরণ করায় বহু কুকুর মারা যাচ্ছে বলেও তাদের অভিযোগ। অতীন ঘোষ বলেন, সংস্থার কোনো আধিকারিক বা কর্মী এতে জড়িত বলে প্রমাণ মিললে, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
ছবি: ফাইল চিত্র

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

14 + ten =