দেশ 

২০১৯-এ বিজেপিকে হারাতে জোটবদ্ধ লড়াই হবে ,ক্ষমতায় আর ফিরবে না মোদী, সোনিয়ার সঙ্গে বৈঠকের পর বললেন মমতা

শেয়ার করুন
  • 21
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : আগামী লোকসভা নির্বাচনে বিরোধীরা যৌথভাবে লড়াই করবে। আজ ১০ জনপথ রোডে সোনিয়া গান্ধির সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। রাহুল গান্ধিও উপস্থিত ছিলেন সেই বৈঠকে। বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে বৈঠক হয়। বৈঠকে কী নিয়ে আলোচনা হল সে প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, “যখনই দিল্লি আসি তখনই সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করি। রাজনৈতিক বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আগামীদিনে কীভাবে একসঙ্গে লড়াই করতে পারি সেই বিষয়েও কথা হয়েছে। এছাড়া, এনআরসি প্রসঙ্গেও তাঁর সঙ্গে আমার কথা হয়েছে।”সোনিয়া-রাহুলের সঙ্গে সাক্ষাৎ করে জোটবদ্ধ নেতৃত্বের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সেনিয়ার বাসভবনে গিয়ে বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দুটি রাজনৈতিক দলের সঙ্গে যা কথা হওয়ার, সেই কথাই হয়েছে। বিজেপিকে হারাতে আমাদের এক হতে হবে। বিজেপি রাজনৈতিকভাবে নার্ভাস হয়ে গিয়েছে, তাদের এবার ক্ষমতা থেকে হটাতে হবে।বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, তাঁদের মধ্যে ২০১৯-এর লক্ষ্য নিয়েও কথা হয়েছে। ২০১৯-এ জোটবদ্ধ লড়াইয়ের রূপরেখা নিয়েও আলোচনা হয়। সেখানে কোনও একক নেতৃত্ব নয়, জোটবদ্ধ নেতৃত্ব নিয়ে কথা হয়। এই বৈঠকে বাংলায় কংগ্রেস-তৃণমূলের জোট সমীকরণ নিয়েও রাহুল-সোনিয়া-মমতার কথা হয়েছে বলে বিশেষ সূত্রে জানা গিয়েছে।

রাহুল গান্ধী কিছুদিন আগেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে মেনে নিতে তাঁর আপত্তি নেই বলে জানিয়েছিলেন। সেই পরিপ্রেক্ষিতেই মমতা বন্দ্যোপাধ্যায় জোটবদ্ধ নেতৃত্বের বার্তা দেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সংসদে যদি একসঙ্গে লড়াই করা যেতে পারে, তাহলে ভোট ময়দানে কেন একসঙ্গে লড়াই করা যাবে না। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আগে ভোটে লড়াই হোক একসঙ্গে, তারপর আমাদের নেতৃত্ব ঠিক হবে। আমরা সবাই রাজা। উল্লেখ্য, দিল্লিতে পৌঁছেই মমতা বিরোধী ঐক্যে শান দেওয়ার কাজ শুরু করেছিলেন মঙ্গলবারই। তা অব্যাহত রেখেই আরও এক মাস্টারস্ট্রোক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে সংসদ ভবনে পৌঁছেই বিজেপি সাংসদ লালকৃষ্ণ আদবানির সঙ্গে দেখা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর বিজেপির এক বিদ্রোহী কীর্তি আজাদের সঙ্গেও তাঁর কথা হয়। সংসদ ভবনে তিনি বৈঠক করেন কংগ্রেসের দুই সাংসদ গুলাম নবি আজাদ ও আহমেদ প্যাটেলের সঙ্গে। প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া ও দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করেন মমতা।

Advertisement

 


শেয়ার করুন
  • 21
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × 3 =