দেশ 

নাগরিকপঞ্জিতে নাম না থাকলেও যদি ভোটার তালিকায় নাম থাকে, তা হলেই ভোট দিতে পারবে : রাওয়াত

শেয়ার করুন
  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : অসমের জাতীয় নাগরিক পঞ্জিতে যাদের নাম নেই তাদেরকে খানিকটা আশ্বাস বানী শোনালেন দেশের নির্বাচন কমিশনার ওপি রাওয়াত । তিনি বুধবার বলেছেন, ভোটার লিষ্টে নাম থাকলেই ভোট দিতে পারবে। অর্থাৎ জাতীয় নাগরিক পঞ্জির যদি কারও নাম না থাকে অথচ ভোটার লিষ্টে নাম নথিভুক্ত আছে এমন ব্যক্তিরা ভোট দিতে পারবে বলে নির্বাচন কমিশনার জানিয়েছেন।

এক বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রাওয়াত বলেছেন, “জানুয়ারিতে নতুন ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকার জন্য অপেক্ষা করবে না। নাগরিকপঞ্জিতে নাম না থাকলেও যদি ভোটার তালিকায় নাম থাকে, তা হলেই ভোট দিতে পারবে।রাওয়াতের এই বক্তব্যে অনেকটাই আশ্বস্ত হচ্ছেন অসমের নাগরিক পঞ্জিতে নাম না থাকা মানুষেরা। উল্লেখ্য, গত সোমবার অসমের জাতীয় নাগরিক পঞ্জির দ্বিতীয় ও চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশিত হয়েছে । এই তালিকায় প্রায় চল্লিশ লোকের নাম বাদ পড়েছে। এনিয়ে সমগ্র দেশজুড়ে আলোড়ন তৈরি হয়েছে । এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের এই ঘোষণা বাদ নাগরিকদের খানিকটা আশ্বস্ত করবে।

Advertisement

 


শেয়ার করুন
  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

nine + nineteen =