জেলা 

নন্দীগ্রামের ভুমি উচ্ছেদ প্রতিরোধ মঞ্চ থেকে ভবিষ্যতের দিশা দিলেন শুভেন্দু অধিকারী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বুলবুল চৌধুরি : রাখ ঢাক আর রাখলেন না সরাসরি ইঙ্গিত দিয়েই ফেললেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী । আজ নন্দীগ্রামের তেখালিতে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সভায় ভাষণ দিতে গিয়ে শুভেন্দু অধিকারী নাম না করে তৃণমূলের প্রথম সারির নেতাদেরকে আক্রমণ করেন । তিনি বলেন , ক্ষমতায় আসার পর থেকে নয় , ক্ষমতায় আসার আগে থেকেই নন্দীগ্রামে তিনি আসতেন । এখানকার শহীদদের তিনি স্মরণ করতেন । কোনো রাজনৈতিক বক্তব্য এই মঞ্চ থেকে তিনি রাখতে চাননি ঠিকই তবে এদিন তিনি স্পষ্ট ইঙ্গিত দেন বড় কোনো রাজনৈতিক আন্দোলনে তিনি নামতে চলেছেন ।

শুভেন্দু অধিকারী এদিন নন্দীগ্রাম আন্দোলনে শহীদ নাম ধরে ধরে শ্লোগান দেন । সেখ সেলিমের রক্ত হবে নাকো ব্যর্থ । এই সব শ্লোগান দিয়ে সমগ্র নন্দীগ্রামকে মাতোয়ারে করে তোলেন শুভেন্দু । তিনি এদিন বলেন , অনেক সাংবাদিক , অনেক রাজনৈতিক ভাষ্যকার আমাদের সভা নিয়ে আলোচনা কর চলেছেন । তবে একথা বলব আমি একজন রাজনীতিবিদ হিসাবে আমার রাজনৈতিক বক্তব্য ও দিশা আছে । কিন্ত তা এখানে বলার জায়গা নয় । যেখানে বলার সেখানে আমরা বলব । তবে এটা মানতে হবে নন্দীগ্রামের এই স্মরণসভা আজকে নতুন নয় , ১৩ বছর ধরে চলছে । আজকে যারা আসছেন তারা এর আগে কোনো দিন আসেননি । শুভেন্দু অধিকারীর পার্থক্যটা এখানেই । তিনি সভার জনতার উদ্দেশে বলেন , ১৩ বছর পর নন্দীগ্রামের কথা মনে পড়ছে !

Advertisement

সভা মঞ্চ থেকে তিনি জনতাকে লক্ষ্য করে বলেন , আমরা আপনাদের জল ছাড়া কিছু খেতে দিতে পারিনি । তাতেও আপনারা হাজার হাজার মানুষ এই সভায় সমবেত হয়েছেন , আপনাদের কাছে আমি কৃতজ্ঞ । একই সঙ্গে তিনি বলেন , রাজনৈতিক লড়াই আপনাদের সমর্থন এভা্বে পাব তো ? জনতা সমস্বরে উত্তর দেন হ্যাঁ । এরপরেই তিনি বক্তব্য শেষ করে দেন । এদিনে সভায় নন্দীগ্রামের শহীদ মা বিধায়ক ফিরোজা বেগম , বিধায়ক সুকুমার দে , বিধায়ক সংগ্রাম দোলুই , এলাকার তৃণমূল নেতা আবু তাহের , সৈয়দ আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four × three =