জেলা 

গণডেপুটেশন ও বিক্ষোভ “বাঁকুড়া চলো” আহ্বান বঞ্চিত আদিবাসী যোগ্য আনট্রেন্ড চাকরিপ্রার্থীদের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : স্কুল সার্ভিস কমিশনের চূড়ান্ত গাফিলতিতে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সাত বছরে পা দিয়েছে।দীর্ঘ মামলার জটে থমকে রয়েছে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। একদিকে মামলা,শিক্ষক নিয়োগের অনিয়মের অভিযোগ, গেজেট নোটিফিকেশন অস্বীকার,যোগ্য সংরক্ষিত আনট্রেন্ডদের প্রচুর পরিমাণে শূন্যপদ থাকা সত্ত্বেও বঞ্চিত, সব মিলিয়ে জেরবার উচ্চ প্রাথমিকে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ। বাড়ছে বেকারত্বের যন্ত্রনা।*

উচ্চ প্রাথমিকে ভেরিফিকেশনে ডাক পাওয়া সত্ত্বেও ইন্টারভিউতে ডাক না পেয়ে হতাশায় ভুগছেন যোগ্য সংরক্ষিত আনট্রেন্ড চাকরিপ্রার্থীরা। উচ্চ প্রাথমিকে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া টেট উত্তীর্ণ ও শূন্যপদ অনুযায়ী 1:1:4 রেশিও ধরে 2019 সালে ভেরিফিকেশনে ডাক পাওয়া যোগ্য সংরক্ষিত আনট্রেন্ড প্রার্থীগণ এবং তাদের সমস্ত প্রমাণপত্র সঠিক। অথচ তাদের ইন্টারভিউ থেকে বঞ্চিত করা হয়েছে আনুমানিক ২৮০০ মত আসন ফাঁকা থাকা সত্ত্বেও।

Advertisement

আলোচ্য বিষয় এই যে গেজেট নোটিফিকেশনে (861/6723/CSSC/ESTT/2016, Date – 23.09.2016)অনুযায়ী আনট্রেন্ড চাকরি প্রার্থীদের দ্বারা শূন্যপদ পূরণ করার কথা উল্লেখ রয়েছে। অথচ সংরক্ষিত যোগ্য আনট্রেন্ড প্রার্থীদের সম্পূর্ণ ভাবে বঞ্চিত করে ট্রেন্ড প্রার্থীদের ইন্টারভিউ করিয়ে প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশ করা হয় যেখানে দেখা যায় অনেক সাবজেক্ট,ক্যাটাগরি এবং মিডিয়ামে শূন্যপদ পড়ে আছে সেখানে প্রশিক্ষণ প্রার্থীদের দ্বারা সিট পূরণ করা সম্ভব হয়নি। সেই শূন্যপদে সুযোগ থাকা সত্ত্বেও সংরক্ষিত যোগ্য আনট্রেন্ডদের ইন্টারভিউ থেকে বঞ্চিত রাখা হল। বারংবার কালিঘাট,শিক্ষামন্ত্রী, উচ্চ আধিকারিক ও এস.এস.সি চেয়ারম্যান এর সঙ্গে যোগাযোগ করেও কোনো রকম সদুত্তর পাওয়া যায়নি।

দীর্ঘ প্রতিক্ষার পর সংরক্ষিত আনট্রেন্ডদের ধৈর্য্যের বাঁধ ভেঙ্গে যাওয়ায় এই বঞ্চনা ও অবহেলার প্রতিবাদে “আপার প্রাইমারী বঞ্চিত আদিবাসী যোগ্য আনট্রেন্ড ঐক্যমঞ্চ” (খেরওয়াল বাখোল) এর আহ্বানে ৯ই নভেম্বর ২০২০ বাঁকুড়া জেলায় এস.এস.সি ওয়েস্টার্ন রিজিওনাল অফিসে চেয়ারম্যানের নিকট গণডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করা হয়েছে। সেখানে সহযোগিতা করেছেন ভারত জাকাত মাঝি পারগানা মহল, সান্তার পৌঠুয়া গাঁওতা, তপশিলি ফেডারেশন ও অন্যান্য সংগঠনরা। এই নভেম্বর মাসে সংরক্ষিত যোগ্য আনট্রেন্ড চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নোটিশ না দিলে পরবর্তী কালে অনির্দিষ্টকালীন মরণপণ আন্দোলনের ডাক দেওয়া হবে বলে ঘোষণা করা হয়।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

4 + 2 =