দেশ 

সিবিআই এয়ারসেল টেলিকম মামলায় চার্জশিট পেশ করল,নাম রয়েছে প্রাক্তন অর্থমন্ত্রী পি.চিদম্বরম সহ ১৮ জনের

শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : এয়ারসেল-ম্যাক্সিস মামলায় সিবিআই দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্টে আজ চার্জশিট জমা দিল । এই চার্জশিটে নাম রয়েছে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমও তাঁর ছেলে কার্তি চিদম্বরমসহমোট ১৮ জন অভিযুক্তর।  উল্লেখ্য,  ২ জি স্পেকট্রাম দুর্নীতির প্রেক্ষিতে যথাক্রমে ২০১১ ও ২০১২ সালে এয়ারসেল-ম্যাক্সিস মামলা দায়ের করে সিবিআই ও ইডি। মরিসাসের একটি কেম্পানি ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে চেয়েছিল এয়ারসেলে। এর জন্য ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ড-র অনুমোদনের প্রয়োজন ছিল। দেশের অর্থমন্ত্রী থাকাকালীন সেই অনুমোদন দেন চিদম্বরম। অভি‌যোগ, ওই অনুমোদন মেলার পরই এয়ারসেল টেলিভেঞ্চার লিমিটেডের পক্ষ থেকে ২৬ লাখ টাকা দেওয়া হয়িএএসসিপিআই নামে একটি সংস্থাকে। এই সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কার্তি চিদম্বরমের।মামলার তদন্তে নেমে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি কার্তি চিদম্বরমকে গ্রেপ্তার করে সিবিআই। পরে এই মামলায় জামিন পান কার্তি। ২৩ মার্চ ধৃত কার্তি চিদম্বরমের জামিন মঞ্জুর করে দিল্লি হাইকোর্ট। ১০ লাখ টাকার বন্ডে জামিন দেওয়া হয় তাঁকে।

মামলায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমকেও সমন পাঠায় ইডি । দুবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্যে ডেকেছিল ইডি। প্রায় পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে চলে জিজ্ঞাসাবাদ। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে  তাঁর বয়ানও রেকর্ড হয়। পরে গ্রেপ্তারি এড়াতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। ৩১ জুলাই এই চার্জশিটের পরিপ্রেক্ষিতে দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টে  শুনানী শুরু হবে।

Advertisement

 


শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

19 − 7 =