কলকাতা 

স্বচ্ছভাবে নিয়োগের দাবিতে এসএসসি-র চাকরি প্রার্থীদের অভিনব বিক্ষোভ মিছিল

শেয়ার করুন
  • 18
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : আন্দোলনের চিরাচরিত প্রথা ছেড়ে এবার এক অভিনব পন্থা অবলম্বন করে বিক্ষোভ মিছিল করল হবু শিক্ষকরা। দীর্ঘদিন ধরে এসএসসিতে প্যানেলভুক্ত হয়েও শিক্ষক হিসেবে শিক্ষকতার কজে যোগ না দিতে পেরে ক্ষোভে ফুঁসছে হবু শিক্ষকরা । গতকাল বুধবার তাঁরা থালা বাজিয়ে আচার্য সদন থেকে মিছিল করে বিকাশ ভবনে  যাওয়ার চেষ্টা করলে উন্নয়ন ভবনের কাছে পুলিশ মিছিল আটকায়। স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ সংক্রান্ত মোট ছয় দফা দাবিতে এই মিছিলে সামিল হয়েছিল  কয়েকশো  হবু শিক্ষক ৷ বুধবার ছয় দফা দাবি নিয়ে এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চের তরফ থেকে বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয় ৷ ছদফা দাবির মধ্যে ছিল শূন্য পদ বাড়িয়ে ওয়েটিং ক্যান্ডিডেটদের প্যানেল ভুক্ত করতে হবে, একাদশ ও দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের জন্য প্যানেল ভুক্ত ও ওয়েটিং-দের কাউন্সেলিং সম্পূর্ণ করার পর নবম ও দশমের চূড়ান্ত তালিকায় স্থান পাওয়া ও ওয়েটিংদের কাউন্সেলিং প্রক্রিয়া দ্রূত শুরু করতে হবে৷ শূন্যপদ পূরণ না হওয়া পর্যন্ত কাউন্সেলিং প্রক্রিয়া চালিয়ে যেতে হবে ৷ স্বচ্ছভাবে নিয়োগের জন্য কাউন্সেলিং প্রক্রিয়াকে প্রকাশ্যে রাখার দাবিও তোলা হয় এদিনের মিছিলে৷ এ ছাড়া, আরও যে দাবিগুলি তোলা হয় সেগুলি হল, প্রতিটি কাউন্সেলিং-এর রিপোর্ট ওয়েবসাইটে দিতে হবে ৷ কাউন্সেলিংয়ের দিন প্রার্থীরা অনুপস্থিত থাকলে তাদের জন্য পরবর্তী দিন ধার্য করতে হবে। জমায়েতের ফলে করুণাময়ীতে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এখান থেকে মিছিল করে বিকাশ ভবনের উদ্দেশ্যে রওনা দেন চাকরিপ্রার্থীরা ৷ কিন্তু, উন্নয়ণ ভবনের কাছাকাছি আসতেই ব্যারিকেড করে মিছিল আটকে দেয় পুলিশ৷ ক্ষোভে সেখানেই রাস্তার উপর বসে বিক্ষোভ দেখাতে থাকেন এসএসসি প্রার্থীরা৷ তাঁদের বক্তব্য, দাবি দাওয়া পূরণের লিখিত প্রতিশ্রুতি না দিলে তাঁরা রাস্তা থেকে উঠবেন না ।

উল্লেখ্য এসএসসির নিয়োগ ঘিরে কয়েক বছর ধরে অনিশ্চয়তা দেখা দিয়েছে। শেষ পর্যন্ত আশার আলো দেখা দিলেও তা এখন আদালতে নির্দেশে পিছিয়ে গেছে। সম্প্রতি স্কুল সার্ভিস কমিশন একাদশ-দ্বাদশের কাউন্সিলিং শুরু করতে যাচ্ছিল ,ঠিক সেই সময় কমিশনের আইন মেতাবেক চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হয়নি বলে দাবি করে কিছু চাকরি প্রার্থী হাইকোর্টের দ্বারস্থ হয়। এরফলে কাউন্সিলিং পিছিয়ে গেছে এবং ৬ জুলাইয়ের এসএসসির নোটিফিকেশনকে বাতিল বলে হাইকোর্ট রায় দিয়েছে। এই প্রেক্ষাপটে আবার রাস্তায় নেমে আন্দোলন শুরু করল চাকরী প্রার্থীরা।

Advertisement

 


শেয়ার করুন
  • 18
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

17 − 10 =