দেশ 

নির্ভয়া কান্ডে ফাঁসীর আসামীদের সাজা কমানোর আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদক : দেশের বিরলতম ধর্ষণ কান্ডের সাজাপ্রাপ্ত আসামীরা মৃত্যুদন্ড বাতিল করার জন্য পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল সুপ্রিম কোর্টে । আজ সুপ্রিম কোর্ট তা খারিজ করে দিয়েছে । নির্ভয়া কান্ডে দোষী  পবন গুপ্ত, বিনয় শর্মা ও মুকেশ সিং । নির্ভয়া কান্ডের চতুর্থ দোষী অক্ষয় সিং সাজা মুকুবে আর্জি জানাননি। আর একজন দোষী রাম সিং জেলের মধ্যেই আত্মহত্যা করেছিল । আজ সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে ্এরা দেশের বিরলতম অপরাধে অভিযুক্ত এদের শাস্তি কোনভাবেই কমানো যাবে না।

নির্ভয়ার বাবা সুপ্রিম কোর্টের এই পুনর্বিবেচনা আর্জি খারিজ সর্ম্পকে বলেছেন , আমরা জানতাম এই আর্জি খারিজ করে দেওয়া হবে। কিন্ত এরপর কী ? আমাদের প্রত্যাশা ওদের খুব তাড়াতাড়ি ফাঁসি হবে । নির্ভয়ার মা বলেছেন, সুপ্রিম কোর্টের এই ফায়সালায় আমি খুশি। উল্লেখ্য ২০১২ সালে ১৬ ডিসেম্বর প্যারা মেডিকেলের ছাত্রী নির্ভয়াকে চলন্ত বাসে ৬ জন মিলে ধর্ষণ করে। গুরুতর আহত অবস্থায় তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হলেও তাকে বাচানো যায়নি। তার মৃত্যুকে ঘিরে সমগ্র দেশজুড়ে আন্দোলনের ঢেউ বয়ে গিয়েছিল । তার মর্মান্তিক ঘটনার পরই আরও কড়া হয়েছে নারী নির্যাতন আইন।

Advertisement

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

10 + 19 =