কলকাতা 

যাদবপুরের পড়ুয়াদের আন্দোলনের চাপেই সিদ্ধান্ত বদল করতেই কী মঙ্গলবার কর্মসমিতির বৈঠক !

শেয়ার করুন
  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদক : দেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা সব সময় প্রথম সারিতে আছে । এবার বিশেষ সূত্র থেকে যে খবর পাওয়া গেছে তা হল যাদবপুরের পড়ুয়াদের আন্দোলনের চাপে ভর্তিতে প্রবেশিকা পরীক্ষা নেওয়া সিদ্ধান্ত নিতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতি। মঙ্গলবার বেলা ২টেয় বিশ্ববিদ্যালয়ে কর্মসমিতির বৈঠক ডাকা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে কর্মসমিতি কোন সিদ্ধান্ত নিলে তা কমপক্ষে ছ মাস পর সেই সিদ্ধান্ত পরিবর্তন করা যেতে পারে। যদি যাদবপুরে আবার প্রবেশিকা পরীক্ষা ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয় তাহলে তা হবে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নজীরবিহীন সিদ্ধান্ত। অবশ্য আচার্য  অনুমতি দিলে কর্মসমিতির সিদ্ধান্ত যেকোন সময়েই পাল্টানো যেতে পারে । জানা গেছে এক্ষেত্রে আচার্য নাকি কর্মসমিতিকে বৈঠক করে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেছেন।

আচার্যের পরামর্শ মতই মঙ্গলবার বৈঠক হবে। এই বৈঠক ডাকার সিদ্ধান্তে ১১ জন বিভাগীয় প্রধান ও একজন ডিন সহমত পোষণ করেছেন। এদিকে সোমবারও যাদবপুরের পড়ুয়ারা ভর্তিতে প্রবেশিকা পরীক্ষা ফিরিয়ে আনার দাবিতে অনশন কর্মসূচি পালন করেছেন । মঙ্গলবারও তারা অনশন কর্মসূচি চালিয়ে যাবেন বলে আন্দোলনকারী পড়ুয়ারা জানিয়েছেন। তাদের দাবি ভর্তিতে প্রবেশিকা পরীক্ষা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়ার পরই তারা অনশন ও বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করবেন। এদিকে যাদবপুরের শিক্ষক সংগঠন জুটা সোমবার পড়ুয়াদের অনশন তোলার জন্য আচার্য তথা রাজ্যপালের হস্তক্ষেপ চান,রাজ্যপাল রাজভবন থেকে এক বিবৃতি জারি করে ছাত্রছাত্রীদের অনশন প্রত্যাহার করার অনুরোধ জানিয়েছেন। মনে করা হচ্ছে মঙ্গলবার কর্মসমিতির বৈঠকেই প্রবেশিকা পরীক্ষা ফিরিয়ে আনার পক্ষেই সিলমোহর পড়বে। আর এটা যদি হয় তাহলে যাদবপুরের পড়ুয়াদের এই আন্দোলন দেশ তথা রাজ্যকে পথ দেখাবে।

Advertisement

শেয়ার করুন
  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 × four =