কলকাতা 

জামাআতের উদ্যোগে কোভিড -১৯ পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসকদের নিয়ে ফ্রি মেডিকেল কেয়ার শীঘ্রই কলকাতায় চালু হবে , রাজ্যজুড়ে চালু করার ভাবনা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : জামাআতে ইসলামি হিন্দ পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে কলকাতার এম.এম. মডেল স্কুলে করোনা সংক্রমণ বিষয়ে কলকাতার বিভিন্ন সরকারি ও বেসকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের নিয়ে সম্প্রতি “গেট টুগেদার ” প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এই গেট টুগেদার প্রোগ্রামে কলকাতার বিভিন্ন হাসপাতালের সাথে নিযুক্ত চিকিৎসকরা উপস্থিত ছিলেন। কলকাতা মেডিক্যাল কলেজের ডা: তানভীর আহমেদ, কে.বি.সি মেডিক্যাল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডা: আজহার সাহেব, ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজের ডা: নিয়াজউদ্দিন, কে.বি.সি মেডিকেল কলেজের ডা: সাবরা, দিলখুসা নার্সিংহোমের ডা: সাব্বির আহমেদ, আর.জি কর মেডিক্যাল কলেজের ডা: ইফরা ইকবাল, মেটিয়াবুরুজের ডা: রহমান প্রমুখ।
জামাআতের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য শাদাব মাসুম সাহেবের সঞ্চালনায়  এই গেট টুগেদারের শুরু হয়। জামাআতে ইসলামি হিন্দের রাজ্য সভাপতি মাওলানা আব্দুর রফিক সাহেব প্রারম্ভিক আলোচনায় বলেন, করোনা সংক্রমণ কোলকাতা সহ রাজ্যে দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলায় করোনার প্রকোপ দিনের দিনের দিন বাড়ছে। এই অবস্থায় চিকিৎসকদের দায়িত্ব ও কর্তব্য সর্বাগ্রে। নিশ্চিত ভাবে আপনারা সেই দায়িত্ব পালন করে চলেছেন। মাওলানা আব্দুর রফিক সাহেব আরো বলেন, করোনা পরিস্থিতির কারণে অন্যান্য রোগে আক্রান্ত বহু মানুষ সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে সাধারণ জ্বর, কাশি ও সর্দিতে আক্রান্ত মানুষরা আতঙ্কিত হয়ে উঠছেন। এই অবস্থায় জামাআত সাধারণ মানুষকে চিকিৎসার সহযোগিতায় এগিয়ে এসেছে।

ইতিমধ্যে রাজ্য জামাআত অক্সিজেন সরবরাহ সেন্টার চালু করেছে ও সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। প্রারম্ভিক আলোচনার পরে উপস্থিত চিকিৎসকরা মূল্যবান আলোচনা ও পরামর্শ প্রদান করেন। আলোচনার ভিত্তিতে উদ্যোগে এই গেট টুগেদার প্রোগ্রামে উপস্থিত চিকিৎসকদের নিয়ে একটি গ্রুপ গঠন করা হয়। এই গ্রুপের কো – অর্ডিনেটর করা হয় কে.পি.সি মেডিক্যাল কলেজের এসিস্ট্যান্ট প্রফেসর ডাঃ আজহার সাহেব ও ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের ডা: নিয়াজউদ্দিন আহমেদ সাহেবকে।

Advertisement

সেই সঙ্গে জামাআতের উদ্যোগে কলকাতার তালতলা, মেটিয়াবুরুজ – খিদিরপুর, তপসিয়া, শিবপুরে ডেইলি মেডিক্যাল কেয়ার সেন্টার খোলা হবে যেখানে ফ্রী চিকিৎসা করা হবে। এর পাশাপাশি পরিস্থিতি বিবেচনা করে টেলি মেডিক্যাল কনসালটেশন এর মাধ্যমেও ফ্রী চিকিৎসা প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়। জামাআতের মধ্যে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক মশিউর রহমান সাহেব, রাজ্য শিক্ষা বিভাগের সহ সম্পাদক আব্দুল আজিজ সাহেব, কলকাতা জেলার জেলা নাজিম মুক্তার আলম সাহেব, সুজা উদ্দিন আহমেদ সাবির আলী প্রমূখ।

জামাআতের রাজ্য সম্পাদক মোঃ মসিউর রহমান জানিয়েছেন কলকাতার পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলাতেও এই গ্রুপ গঠন ও ফ্রী চিকিৎসা পরিষেবার প্রদানের ব্যাপারে জামাআত কার্যকরী উদ্যোগ গ্রহণ করবে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × one =