দেশ 

স্বাস্থ্যখাতে ভুটান-মালদ্বীপের তুলনায় মাথা পিছু ব্যয়ে পিছিয়ে ভারত

শেয়ার করুন
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : স্বাস্থ্যখাতে মাথা পিছু ব্যয়ে ভারতের চেয়েও এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, ভুটান। ভারতে স্বাস্থ্য পরিষেবায় মাথাপিছু বার্ষিক ব্যয় ১,১১২ টাকা। গড়ে দিনে প্রায় তিন  টাকা। এমনটাই জানা গেছে ১৯ জুন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জে পি নাড্ডার পেশ করা রিপোর্ট থেকে। পরিসংখ্যান বলছে, স্বাস্থ্যখাতে জিডিপির মাত্র ১.০২ শতাংশ ব্যয় করে ভারত। ব্যয়ের নিরিখে পৃথিবীর মধ্যে সর্বনিম্ন। বিশ্বের বহু নিম্ন আয়ের দেশও স্বাস্থ্যখাতে এর চেয়ে বেশি ব্যয় করে। শ্রীলঙ্কা স্বাস্থ্যখাতে ভারতের চেয়ে মাথাপিছু চার গুণ ব্যয় করে, ইন্দোনেশিয়া ব্যয় করে দ্বিগুণ। স্বাস্থ্যখাতে মলদ্বীপ তাদের জিডিপির ৯.৪ শতাংশ, শ্রীলঙ্কা ১.৬ শতাংশ, ভুটান ২.৫ শতাংশ এবং থাইল্যান্ড ২.৯ শতাংশ ব্যয় করে। স্বাস্থ্যখাতে স্বল্প ব্যয়ের কারণেই প্রাইভেট সেক্টরের রমরমা। নিম্ন-মধ্য আয়ের ৫০টি দেশের মধ্যে ভারত ষষ্ঠতম, যেখানে নাগরিকদের সামর্থ্যের বাইরে গিয়ে স্বাস্থ্য পরিষেবার জন্য খরচ করতে হয়। এই অতিরিক্ত ব্যয়ের কারণে প্রতি বছর কয়েক লক্ষ ভারতীয় দারিদ্রসীমার নিচে চলে যাচ্ছে। রিপোর্ট বলছে, স্বাস্থ্য পরিষেবায় ভারত যে ১,১১২ টাকা ব্যয় করে, সেটা দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে চতুর্থ নিম্নতম। আর রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি ব্যয় করে মিজেরাম। মাথাপিছু ব্যয় ৫,৮৬২ টাকা। এরপরেই সিকিম। মাথাপিছু ব্যয় ৫,১২৬ টাকা। সবচেয়ে পিছিয়ে বিহার। মাত্র ৪৯২ টাকা। বিহারের আগেই রয়েছে মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ। মাথাপিছু ব্যয় যথাক্রমে ৭১৬ ও ৭৩৩ টাকা।


শেয়ার করুন
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

thirteen − five =