দই কিনতে গিয়ে বচসা, গুলিবিদ্ধ ১
নিজস্ব প্রতিনিধি : দই কিনতে গিয়ে মিষ্টির দোকানদারের সঙ্গে বচসায় জেরে চলল গুলি। সেই ছোড়া গুলি লেগে আহত হলেন একজন পথচারী। গতরাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর একনম্বর ব্লক অফিসের সামনে। ঘটনাকে কেন্দ্র করে উত্তজনা ছড়ায় এলাকায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিষ্ণুপুর থানার পুলিশ। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে।
জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানা এলাকায় একটি মিষ্টির দোকানে দই কেনা নিয়ে আচমকাই দু’জন বিবাদে জড়িয়ে পড়ে৷ সেই বচসার জেরে ভরসন্ধ্যায় ভরা বাজারে গুলি চলে৷ গুলিতে জখম হন এক নিরীহ পথচারী৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাকেশ পৈলান নামে একজনের পায়ে গুলি লাগে ৷ তিনি ঘটনার সময় সাইকেল নিয়ে ওই মিষ্টির দোকানের সামনে দিয়ে যাচ্ছিলেন৷ গোলমালের মাঝে পড়ে তিনি গুলিবিদ্ধ হন ৷ তাঁকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ ৷
এই ঘটনাকে কেন্দ্র করে উত্তজনা ছড়ায় এলাকায়৷ গুলিবিদ্ধ রাকেশ পৈলান স্থানীয় মাঝেরপাড়ার বাসিন্দা ৷ তাঁর গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে হাজির হন ওই পাড়ার বাসিন্দারা ৷ ১১৭ নম্বর জাতীয় সড়কও অবরোধ করেন তাঁরা ৷ অভিযুক্তকে গ্রেফতার ও তার শাস্তির দাবিতে সরব হয়েছেন মাঝেরপাড়ার বাসিন্দারা ৷ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম সমীর মণ্ডল ৷ সে স্থানীয় পামভিলেজ মণ্ডল পাড়ার বাসিন্দা৷ ঘটনার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ পুলিশ তার সন্ধান চালাচ্ছে ৷ যদিও এই ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা৷