দেশ 

জঙ্গিদের হাতে আধুনিক বুলেট ভাবাচ্ছে প্রশাসনকে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : গতানুগতিক বুলেটের বদলে স্টিল কোর বুলেট। আপাতত এই বুলেট নিয়েই দুশ্চিন্তায় জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। যুগের সঙ্গে তাল মিলিয়ে দীর্ঘদিন ধরেই প্রতিরক্ষা বাহিনীর আধুনিকীকরণের কাজ চলছে। দেখা যাচ্ছে, জঙ্গি সংগঠনগুলিও তাদের অস্ত্রভাণ্ডার আধুনিক করার কাজে লেগে পড়েছে। যার সাম্প্রতিক নিদর্শন এই স্টিলের বুলেট। কয়েকদিন আগেই বুলেট প্রুফ জ্যাকেট গায়ে থাকা সত্ত্বেও মারা যান এক নিরাপত্তা রক্ষী। তার দেহ থেকে উদ্ধার হয় এই বুলেট। পরীক্ষা করে পাওয়া গেছে নতুন ধরনের এই স্টিলের বুলেট, যা বুলেট প্রুফ জ্যাকেট ভেদ করেও চলে যাচ্ছে। গোয়েন্দাদের বক্তব্য, চিনা প্রযুক্তিতে তৈরি ওই বুলেট যেভাবেই হোক জঙ্গিদের হাতে পৌছে গেছে। পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ এই বুলেট ব্যবহার করছে বলেও জানা গেছে। সেজন্য নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও উপযুক্ত ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 × five =