জেলা 

নিপার প্রভাব ফল বাজারে, জামাই ষষ্ঠীতে আম কিনতে অনীহা

শেয়ার করুন
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

জামিতুল ইসলাম : মঙ্গলবার জামাই ষষ্ঠী। জামাইকে আদর যত্নে পেটপুরে খাওয়াতে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। আজ থেকেই বাজার-হাট করার হিড়িক পড়ে গিয়েছে। মাছ-মাংস, দই-মিষ্টি, ফলমূল কেনা শুরু হয়ে গিয়েছে। মাছ মাংসের বাজার রীতিমত আগুন। সেই তুলনায় ফলমূলের দাম কিছুটা কম বলেই জানা গিয়েছে। এমনকি ফলমূল কেনার প্রতি এবার ঝোঁক কিছুটা কম। বিশেষ করে, গতবারের তুলনায় এবার আম তেমন বিক্রি হচ্ছে না বলে আম বিক্রেতাদের অভিযোগ। আম সহ অন্যান্য ফলও সেভাবে বিক্রি হচ্ছে না বলে আজ বারাসাত বাজার ঘুরে জানা গিয়েছে। জামাই ষষ্ঠীতে জামাইকে একটু ভালো আম খাওয়াতে চান না এমন শ্বশুড় –শ্বাশুড়ি কমই আছেন। কিন্তু এমনটা কেন? ফল বাজারের দোকানদারদের একাংশের দাবি, নিপা ভাইরাসের আতঙ্কে এবার জামাই ষষ্ঠীতে ফল বিক্রি আগের মত নেই। বিশেষ করে আমের ক্ষেত্রে এটা বেশি প্রভাব পড়েছে বলে ওই ফল ব্যবসায়ীদের দাবি। একই ভাবে অন্যান্য ফলও এই কারণে বেশি বিক্রি হচ্ছে না বলে দাবি। আমের দাম গতবারের তুলনায় প্রায় ২০ টাকা কম হলেও তেমন বিক্রি হচ্ছে না বলে ওই ব্যবসায়ীরা জানিয়েছেন। এদিন ফল বাজারের আমের দাম ছিল ৪০-৬০ টাকা কিলো, লিচু ও জাম ৮০-১০০ টাকা, আনারস ৬০-৭০ টাকা জোড়া।
ফল ব্যবসায়ী স্বদেশ সাহা জানান, “বাজার তো ভালো না। নিপা ভাইরাসের জন্য আম কম চলছে। নিপা ভাইরাসের কারণে অন্য ফলও বেশি বিক্রি হচ্ছে না। অন্য বারের তুলনায় এবার আমের দাম প্রায় ৩০ টাকা কম। এবার আম ৪০-৫০ টাকা কিলো, লিচু ১০০ টাকা, আনারস ৬০ টাকা জোড়া। তবু মানুষ সেভাবে ফল কিনছে না।” তাহলে সত্যি কি এবার নিপা ভাইরাসের জেরে জামাইদের ফলাহারে কোপ পড়তে চলেছে। বিশেষ করে আমের রসনা তৃপ্তি থেকে কিছুটা বঞ্চিত হতে হবে জামাইদের?


শেয়ার করুন
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

seventeen − fifteen =