কলকাতা 

অমিত শাহের কলকাতা সফরের আগেই মমতা-অমিত বৈঠক ২৮ ফেব্রুয়ারি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ আগামী ১ মার্চ কলকাতায় আসছেন । তিনি সিএএ-র পক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখবেন । সেই সঙ্গে আসন্ন পুরসভা ভোটে বিজেপি দলের রণকৌশল কী হবে তা তিনি নির্ধারণ করবেন বলে জানা গেছে । এছাড়া আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে দলের দায়িত্ব কে কিভাবে পালন করবেন তারও সুনির্দিষ্ট দিশা তৈরি করে যাবেন অমিত শাহ । আসন্ন রাজ্যসভা নির্বাচনে পশ্চিমবাংলায় বিজেপি প্রার্থী দেবে কিনা সেই সিদ্ধান্ত হওয়ার কথা ।

এদিকে অমিত শাহের কলকাতা সফরের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে । কলকাতায় আসার মাত্র দুদিন আগে পূর্বাঞ্চলের রাজ্যগুলির  আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে জরুরী বৈঠক হবে আগামী ২৮ শে ফেব্রুয়ারি। সেই বৈঠকে সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । ওই বৈঠকটি হবে ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে । পূর্বাঞ্চলের সব রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের এই বৈঠকে উপস্থিত থাকার কথা । নবান্ন সূত্রে জানা গেছে, এই বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।অমিত শাহের কলকাতা সফরের দুদিন আগে  মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী কী বলেন সেই দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল ।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 − two =