কলকাতা 

তৃণমূলের পুরসভা নির্বাচনের প্রস্তুতি বৈঠক আগামী ২০ ফেব্রুয়ারি হবে ; উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  বিজেপি গত বৃহস্পতিবার ও শুক্রবার দুদিন ধরে কলকাতায় পুরভোটের প্রস্ততি সভা করেছে । তাদের সভায় সিদ্ধান্ত হয়েছে মেরুকরণ নয় , হিন্দৃু-মুসলিম নয় ভোট চাওয়া হবে সুশাসনের প্রশ্নে । এবার আসন্ন রাজ্যের ৯৩টি পুরসভার ভোটের প্রস্তুতির জন্য আগামী ২০ ফেব্রূয়ারি বৈঠক করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ।

সম্ভবত এপ্রিল মাসে পুরসভাগুলির ভোট ঘোষণা হতে পারে। তাই নির্বাচনের আগাম প্রস্তুতি নিয়ে সমস্ত পৌরসভার পুরপ্রধান, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ সমস্ত পুরমাতাদের বৈঠকে যোগদান করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজারহাটের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই গুরুত্ব পূর্ণ বৈঠক। বিজেপি যখন পুরসভার নির্বাচনের প্রস্তুতি নিয়ে আগাম বৈঠক সেরে নিয়ে ভোটের ময়দানে নামতে প্রস্তুত। তাই তৃণমূলের কংগ্রেস ও নিজের ঘর গুছানোর প্রস্তুতি শুরু করে দিল। বলে মনে করছে রাজনীতিক মহল।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

seven + seventeen =