দেশ 

সারজিল ইমামের বিরুদ্ধে এফআইআর দিল্লি পুলিশের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সবচেয়ে সরব হয়েছেন সারজিল ইমাম। যিনি দিল্লির সাহিনবাগের প্রবক্তা । মূলত তাঁর উদ্যোগেই সাহিনবাগে ধর্না কর্মসূচি শুরু হয় । যদিও তিনি এখন আর সাহিনবাগের সঙ্গে যুক্ত নন । তবে এই সারজিল ইমামের এক ভিডিও বার্তাকে কেন্দ্র করে অসম পুলিশ এফআইআর দায়ের করেছিল আগেই । এখন দিল্লি পুলিশ আবার নতুন করে দাঙ্গা ছড়ানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করল ।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়োর ভিত্তিতে  সারজিল ইমামের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী সাম্প্রদায়িক মন্তব্য করার অভিযোগ এনে মামলা করে অসম সরকার।  ভাইরাল হওয়া এক ভিডিয়োতে সারজিলকে বলতে দেখা যায়,  ‘‘অসমকে ভারত থেকে বিচ্ছিন্ন করা উচিত। অসমে মুসলিম বাঙালিদের মারা হচ্ছে।  কয়েক মাসের মধ্যে সব বাংলাভাষীকে মারা হবে। যথেচ্ছ ভাবে তাঁদের ডিটেনশন শিবিরে পাঠানো হচ্ছে। তাই রেললাইন বিচ্ছিন্ন করে ভারত থেকে অসমকে আলাদা করতে হবে। পুরো না হলেও কয়েক দিনের জন্যে।’’ এই মন্তব্যকে প্ররোচনামূলক মনে করেই মামলা রুজু করে অসম সরকার

Advertisement

অতীতেও বারবার বিতর্ক তৈরি হয়েছে তাঁকে নিয়ে অযোধ্যা মামলার রায় ঘোষিত হওয়ার পরে সংবিধান পুড়িয়ে দেওয়ার কথা শোনা যায় তাঁর মুখে সম্প্রতি তাঁর এই ভিডিওটি সামনে আসায় নড়েচড়ে বসেছে শাসকশিবিরও


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five × one =