দেশ 

ঘুরে দাঁড়াচ্ছে কংগ্রেস প্রমাণ মিলল ঝাড়খন্ডে ; বিজেপি-র বিকল্প হিসাবেই মানুষের আস্থা কংগ্রেসের দিকেই

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বুলবুল চৌধুরি : মহারষ্ট্রে ইঙ্গিত স্পষ্ট ছিল । কিন্ত রাজনৈতিক বিশ্লেষকরা বলছিলেন মহারাষ্ট্রের কংগ্রেসের সাফল্যের নেপথ্যে দলের কোনো ভূমিকা নেই ্ মানুষ দয়া করে এবং শরদ পাওয়ার নিজস্ব ক্যারিসিমায় ভোট পেয়েছে কংগ্রেস । কিন্ত ঝাড়খন্ডে এবার ছিল কংগ্রেসের অগ্নি পরীক্ষা । সেই পরীক্ষায় স্বসম্মানে উত্তীর্ণ রাহুল-প্রিয়াংকারা । আসলে বিজেপির নেতিবাচক রাজনীতি । হিন্দু-মুসলিম রাজনীতির কানাগলিতে সাধারন মানুষ দিশেহারা । এখন মানুষ বুঝতে পারছে কংগ্রেসই একমাত্র বিকল্প । তাই কংগ্রেসের দিকে মানুষের সমর্থন বেড়েছে । তা না হলে ৬ টি আসন থেকে ১৪টিতে পৌছাতো না তারা ।

মনে রাখতে হবে ঝাড়খন্ডে কংগ্রেস- জেএমএম-আরজেডি জোট ছিল । ফলে সব আসনে কংগ্রেস লড়াই করার সুযোগ পায়নি । এমনকি বেশিরভাগ আসনে লড়েছে ঝাড়খন্ড মুক্তি মোর্চা । তা সত্ত্বে কংগ্রেস এককভাবে ১৪টি আসন পেয়ে ক্ষমতার অংশীদারিত্বে অনেকটাই এগিয়ে রইল । এতদিন বিহার-ঝাড়খন্ডে কংগ্রেস এভাবে ফল দেখাতে পারেনি । মানুষ কংগ্রেসের প্রতি এতদিন বিশ্বাস রাখতে পারছিল না । শেষ পর্যন্ত সাধারন মানুষ কংগ্রেসের প্রতি আস্থা দেখাচ্ছে এ কারণেই যে বিজেপি বিকল্প হিসাবে একমাত্র কংগ্রেসই । এছাড়া আর কেউ নেই । তাই লোকসভা ভোটের মাত্র সাত মাসের মধ্যে কংগ্রেস হারিয়ে জমি ফিরে পেতে শুরু করেছে ।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

6 − 4 =