কলকাতা 

এনআরসি-সিএএ আইন নিয়ে মুখ্যমন্ত্রীর অবস্থানকে সমর্থন ও জামিয়া-আলিগড়ের পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে কলকাতায় মিছিল করল ইউনানি মেডিকেল কলেজের ছাত্র-শিক্ষকরা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসি-র বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকে সমর্থন এবং দিল্লির জামিয়া মিলিয়া ও আলিগড়ের ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে আজ বুধবার কলকাতা ইউনানি মেডিকেল কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষকরা মিছিল করল । দেশজুড়ে চলা সিএএ বিরোধী আন্দোলনকে সমর্থন করে আজকে ইউনানি মেডিকেল কলেজের মিছিল ছিল চোখে পড়ার মত ।

কলেজের পড়ুয়া ও শিক্ষকদের মতে , সিএএ আইন অবশ্য সংবিধান বিরোধী তা প্রত্যাহার করা উচিত । একই সঙ্গে দেশের সাংবিধানিক অধিকারকেও সুরক্ষিত করার দাবী জানানো হয় । তাঁরা মনে করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি ও সিএএ বিরোধী যে অবস্থান নিয়েছেন তা গণতন্ত্রের পক্ষে গুরুত্বপূর্ণ । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ইউনানি মেডিকেল কলেজের ছাত্র-শিক্ষকরা আছেন বলেন তাঁরা জানান ।

Advertisement

এদিকে , জামিয়া মিলিয়ায় উপাচার্যের অনুমতি না নিয়ে যেভাবে পুলিশ ক্যাম্পাসে ঢুকে লাঠিচার্জ করেছে তারও নিন্দা করা হয় । উল্লেখ্য , কলকাতা ইউনানি মেডিকেল কলেজটি উত্তরপূর্বাঞ্চলের একমাত্র ইউনানি কলেজ । এই কলেজটি আর্থিকভাবে ধুঁকছে তবু ঐতিহ্যকে রক্ষা করার স্বার্থে ছাত্র-শিক্ষকরা কলেজটি বাঁচিয়ে রেখেছেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three + 20 =