জেলা 

বাসন্তী চুনাখালি এডুকেশনের উদ্যোগে দুঃস্থ পরিবারকে ইফতার সামগ্রী ও বস্ত্র বিতরণ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ পবিত্র রমযান মাসে এলাকার দুঃস্থ পরিবারগুলির পাশে দাঁড়াল বাসন্তী চুনাখালি এডুকেশন। ওই সমস্ত পরিবারের লোকদের ইফতারিতে যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকে নজর রেখেই এলাকার প্রায় ৮৫০ টি পরিবারকে ইফতার সামগ্রি বিতরণ করা হয়। সংস্থার কর্ণধার আনোয়ার হোসেন কাশেমীর তত্ত্বাবধানে সম্প্রতি এই কিটস বিতরণ করা হয়। কীটসের মধ্যে রয়েছে ছোলা, চিনি, খেজুর সহ ইফতারির প্রয়োজনীয় সরঞ্জাম। স্বাভাবিক ভাবে ইফতার সামগ্রি পাওয়ার পর অত্যন্ত খুশি হয়েছেন ওই সব দরিদ্র পরিবারের কর্তারা। এই প্রসঙ্গে  আনোয়ার হোসেন বলেন, ‘ রাজ্যের অনেক পরিবারই এখনও পর্যন্ত সারাদিন রোযা রাখার পর শুধুমাত্র পানি দিয়ে ইফতার করেন। যা সত্যই কষ্টকর। যাতে অন্ততপক্ষে ওই পরিবারের লোকজন ন্যুনতম খাবার দিয়ে ইফতার করতে পারে, সেজন্য এই উদ্যোগ। আগামীদিনেও তাঁরা দরিদ্র পরিবারের পাশে এইভাবেই দাঁড়াতে চান বলে জানিয়েছেন।

আগামী ১২ জুন, ২৭ রমযান থেকে দুঃস্থ পরিবারগুলোকে ঈদের উপহার দেওয়া হবে সংস্থার তরফে। এর মধ্যে থাকবে লুঙ্গি, শাড়ি ছাড়াও থাকবে  লাচ্ছা, চিনি, সিমুই ইত্যাদি।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

ten + sixteen =