দেশ প্রচ্ছদ 

বিজেপি ক্ষমতা হারাতে চলেছে রাজস্থান ও মধ্যপ্রদেশে জনমত সমীক্ষায় দাবি এবিপি নিউজের

শেয়ার করুন
  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ কর্ণাটকে বিরোধীদের সম্মিলিত শক্তির কাছে হার মানতে হয়েছে বিজেপিকে।কার্যত দক্ষিণের এই রাজ্যে অমিত শাহকে মাথা নিচু করে ফিরে আসতে হয়েছে। সব রকম প্রচেস্টা করা সত্ত্বে কর্ণাটকে সরকার গড়তে পারেনি মোদীও শাহরা।এই শোক কাটিয়ে উঠতে না উঠতেই ভারতের অন্যতম প্রথম সারির সংবাদ-মাধ্যম এবিপি নিউজ তার সমীক্ষায় জানিয়েছে এবছরের শেষে যে দুটি বড় রাজ্যে নির্বাচন হতে যাচ্ছে,সেই দুটি রাজ্যেই ক্ষমতা হারাতে পারে বিজেপি।

মধ্যপ্রদেশ ১৫ বছর ধরে একটানা ক্ষমতায় রয়েছে বিজেপি।শিবরাজ চৌহানের অসম্ভব জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বিজেপি একটানা ১৫ বছর মধ্যপ্রদেশে ক্ষমতাসীন। এবার হয়তো বিজেপি ক্ষমতাচ্যুত হচ্ছে। এবিপি-নিউজের সমীক্ষায় বলা হয়েছে,২০০৮ সালে ২৩০ আসনের মধ্যে বিজেপি পেয়েছিল ১৪৩ আসন। কংগ্রেস পেয়েছিল ৭১টি আসন।২০১৩ সালে বিজেপি পেয়েছিল ১৬৫ টি আসন,কংগ্রেস পেয়েছিল ৫৮,অন্যরা পেয়েছিল ৭টি আসন, ভোট শতাংশের হিসেবে বিজেপি ৪৫%, কংগ্রেস ৩৬%,অন্যরা ১৯% ভোট পেয়েছিল।২০১৮ সালে এবিপি নিউজের জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে কংগ্রেসকে অনেক বেশি সংখ্যক মানুষ পচ্ছন্দ করছে। আর বিজেপিকে আগের তুলনায় অনেক কম মানুষ পছন্দ করছে। শতাংশে হিসেবে কংগ্রেসকে মধ্যপ্রদেশের ৪৯ শতাংশ মানুষ সমর্থন জানিয়েছে। আর বিজেপিকে মাত্র ৩৪ শতাংশ মানুষ সমর্থন করেছে। ফারাকটা প্রায় ১৫শতাংশ। সুতরাং জনমত সমীক্ষার এই পূর্বাভাষ যদি খানিকটা মিলে যায় তাহলে মধ্যপ্রদেশ যে বিজেপি-র হাত ছাড়া হতে চলেছে তা বলাই বাহুল্যমাত্র।

Advertisement

অন্যদিকে,রাজস্থান বিধানসভা নির্বাচনের বৈশিষ্ট্য হল,৫ বছর অন্তর সরকারের বদল। সেদিক থেকে বসুন্ধরা রাজে সিন্ধিয়ার পরাজয় যে সময়ের অপেক্ষা মাত্র তা রাজনৈতিক পরম্পরা দেখেই বলা যায়। ইতিমধ্যেই রাহুল গান্ধীর বন্ধু সচিন পাইলটের নেতৃত্বে কংগ্রেস এই রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এবিপি-নিউজ জনমত সমীক্ষায় বলেছে,এ রাজ্যে কংগ্রেস ক্ষমতা পেতে যাচ্ছে।বছর শেষে রাজস্থানে যে নির্বাচন হতে যাচ্ছে তাতে কংগ্রেসের জয় এক প্রকার নিশ্চিত হয়ে গেছে। ২০১৩ সালের নির্বাচনে ২০০ আসন বিশিষ্ট বিধানসভার মধ্যে বিজেপি একাই ১৬৩টি আসন পেয়েছিল,কংগ্রেস পেয়েছিল ২১,অন্যরা ১৬টি। শতাংশের হিসেবে ভোট পেয়েছিল বিজেপি ৪৫%,কংগ্রেস ৩৩%,অন্যরা ২২%।এবার জনমত সমীক্ষায় এবিপি-নিউজের দেওয়া হিসেবে দেখা যাচ্ছে ২০১৮ সালের নির্বাচনে রাজস্থানের ৪৪% মানুষ কংগ্রেসকে ভোট দিতে পারে,৩৯%মানুষ বিজেপিকে ভোট দিতে পারে,আর অন্যরা ১৭শতাংশ মানুষের সমর্থন পেতে পারে বলে জনমত সমীক্ষায় দাবি করা হয়েছে। এবিপি-নিউজ আরও বলেছে.গত ২০১৩ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ৮৫ টি আসন বেশি পেয়েছিল,আর কংগ্রেস ৭৫টি আসন হেরেছিল। আসন্ন রাজস্থান বিধানসভা নির্বাচনে বিজেপি-র হাল ২০১৩-র নির্বাচনে কংগ্রেসের যা হয়েছিল তা বিজেপিরও হবে বলে ওই সমীক্ষায় দাবি করা হয়েছে।


শেয়ার করুন
  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

ten − 8 =