জেলা 

ভাটপাড়া-কাঁকিনাড়ার সাধারন মানুষের সঙ্গে কথা বললেন তৃণমূলের পরিষদীয় দল ; বৈঠক করলেন কমিশনারের সঙ্গেও ; শান্তি ফিরবেই আশ্বাস তৃণমূলের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে ভাটপাড়া-কাঁকিনাড়ার মানুষের সঙ্গে কথা বলে এলেন তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দল । মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের নেতৃত্বে ৭ সদস্যে মন্ত্রী –বিধায়করা এদিন ভাটপাড়া গিয়ে সাধারন মানুষের সঙ্গে কথা বলেন । পরে সুব্রত মুখোপাধ্যায় সাংবাদিকদের বলেন , পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে । পুলিশ ব্যবস্থা নিচ্ছে । অন্যদিকে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন , এলাকার মানুষের সঙ্গে তৃণমূল আছে । ভাটপাড়ায় অশান্তি সৃষ্টি জন্য অবিলম্বে অর্জুন সিংকে গ্রেফতার করা হোক ।

এরপরেই সাংসদ অর্জুন সিংহের হুঁশিয়ারি সাহস থাকলে আমাকে গ্রেফতার করে দেখাক । এদিন সকালেই তৃণমূল প্রতিনিধিরা এলাকায় পৌছে যান । প্রথমেই যে দোকানে হামলা হয়েছিল সেই দোকানে পৌছায় প্রতিনিধি দল । দোকানদারের সঙ্গে কথা বলেন । পাশাপাশি অন্যান্য দোকানদারের সঙ্গে কথা বলেন । একইসঙ্গে এলাকার সাধারন মানুষের সঙ্গে কথা বলেন । পরে এই প্রতিনিধি দল ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ বর্মার সঙ্গে বৈঠক করেন । সেই বৈঠকে যাতে ওই এলাকায় দ্রূত শান্তি ফিরে আসে তার জন্য কমিশনারকে মন্ত্রী-বিধায়করা অনুরোধ করেন ।

Advertisement

আজ তৃণমূল প্রতিনিধিদের ভাটপাড়া –কাঁকিনাড়া সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয় । রাস্তায় দুই ধারে জয় শ্রীরাম ধ্বনি লেখা পোস্টার থাকলেও ব্যাপাক পুলিশ থাকায় কোনো অশান্তি হয়নি । এমনকি নিরাপত্তার জন্য র‌্যাফও মোতায়েন করা হয়েছিল । উল্লেখ্য , গতকাল রাজ্যের বুদ্ধিজীবীদের এক প্রতিনিধি দল এলাকায় গিয়েছিল । তারপরেই আজ তৃণমূলের প্রতিনিধি দল গেল । এর আগে বিজেপির প্রতিনিধি দল এবং বাম-কংগ্রেসের প্রতিনিধি দল এলাকা সফর করেছিল ।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eighteen − five =