কলকাতা 

আগামী সপ্তাহের শুরুতেই চালকদের ধর্মঘটের জন্য দুইদিন বন্ধ থাকবে ওলা ও উবের পরিষেবা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কোম্পনির কান্ড জ্ঞানহীন ও তুঘলকী কর্মকান্ডে বিরুদ্ধে আন্দোলনের পথে ওলা ও উবের চালকরা ।  দু‘দিনের ধর্মঘটের ডাক দিয়েছে ওলা ও উবের চালকদের একটি সংগঠন৷ আগামী ১ ও ২ জুলাই অর্থাৎ ৪৮ ঘন্টা বন্ধ হতে চলেছে যাত্রী পরিষেবা।

ফলে ওই দুদিন শহর ও শহরতলির রাস্তায় অ্যাপ নির্ভর ওলা ও উবের এর পরিষেবা পাওয়া যাবে না৷ এই আন্দোলনের সামিল হয়েছে লাক্সারি ট্যাক্সি অ্যাসোসিয়েশন।

Advertisement

ওয়েষ্ট বেঙ্গল অনলাইন ক্যাব ওপরেটরস গিল্ডের সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় এই ধর্মঘটের কথা জানিয়েছেন৷ তাঁর অভিযোগ, কোম্পানি যখন তখন চালকদের আই ডি ব্লক করে দিচ্ছে। প্রতিনিয়ত বেকার হয়ে যাচ্ছে ওলা উবের চালকরা। এছাড়া আরও একাধিক দাবিতে এই আন্দোলন।

ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় আরও জানান, আন্দোলনের ফলে রাস্তায় নামবে না প্রায় ২০ হাজার গাড়ি। এছাড়া লাক্সারি ট্যাক্সি অ্যাসোসিয়েশন আরও পাঁচ হাজার গাড়ি। এদের আন্দোলন অবশ্য অন্য দাবিতে। লাক্সারি ট্যাক্সি ড্রাইভারদের অভিযোগ, পুলিশের জুলুমে তারা রাস্তায় নামতে ভয় পাচ্ছেন। এই গাড়িগুলো মূলত সরকারি কর্মীদের জন্য ব্যবহার হয়ে থাকে।

শুধু তাই নয়, কোম্পানি তাদের দাবিগুলো বিবেচনা না করলে আগামিদিনে ওলা উবের এর সম্পূর্ণ পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। গতিধারার গাড়ি দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে। এই অবস্থা চলতে থাকলে পরিবহণ দফতরে গিয়ে গতিধারার সব গাড়ি জমা দিয়ে আসব।

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three × 2 =