কলকাতা 

শোভন ঘনিষ্ট কলকাতা পুরসভার কাউন্সিলারদের সঙ্গে বৈঠকে মমতা ; গেরুয়া শিবিরে যোগ দেওয়া আটকাতেই কী এই পদক্ষেপ ?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বাজারে জোর গুজব কলকাতা পুরসভা নাকি রং বদল করছে । শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না । কিন্ত শোনা যাচ্ছে দিদির আদরের কানন ওরফে শোভনের মনে এখন গেরুয়া রং লেগেছে । যেকোনো দিন দল পাল্টে দিতে পারেন । বিজেপি-র কেন্দ্রীয় কমিটিও তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত । তিনি গেলে তো আর একা যাবেন না । সঙ্গে বেশ কয়েক জন কাউন্সিলারকে সঙ্গে নিয়ে যেতে পারেন । তাই এবার সর্তক হলেন দলনেত্রী । আগে থেকেই দলীয় কাউন্সিলারদের মন বুঝে নিতে চাইছেন ।

শুক্রবার বেহালার ১৯ দলীয় কাউন্সিলরকে ডাকা হয়েছে বৈঠকে৷ তাঁদের কাজের বিষয় নিয়ে খোঁজখবর নেবেন দলনেত্রী স্বয়ং৷ লোকসভা ভোটে বিপর্যয়৷ রাজ্যের প্রায় ১৩০টির মতো বিধানসভা আসনে এগিয়ে বিজেপি৷ শহর কলকাতাতেও নিস্তার নেই৷ সেখানেও গেরুয়া ঝড়ের প্রবণতা৷ কলকাতা পুরনিগমের ১৪৪টির মধ্যে প্রায় ৫০ আসনে পিছিয়ে বর্তমান শাসক শিবির৷ খোদ ভাবানীপুর বিধানসভা মুখ্যমন্ত্রীর কেন্দ্র বলেই পরিচিত৷ এই বিধানসভার আটটির মধ্যে ছয়টিতেই এগিয়ে বিজেপি৷

Advertisement

ফলে পিছিয়ে থাকা ওয়ার্ডের বর্তমান তৃণমূল কাউন্সিলরদের অনেকেই দলত্যাগ করতে পারেন বলে তৃণমূল থিঙ্ক ট্যাঙ্ক মনে করছে৷ শোভন চট্টোপাধ্যায় তৃণমূল নেত্রীর অতত্যন্ত ঘনিষ্ট বলেই বিবেচিত৷ কিন্তু তাঁর ব্যক্তিগত সমস্যার কারণ দেখিয়ে খোদ মুখ্যমন্ত্রী তাঁকে মেয়র পদ থেকে সরিয়ে দেন৷ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেহালা পূর্বের বিধায়ক শোভ চট্টোপাধ্যায় রায়চকে ঘুরতে যান৷ সেখানেও দলীয় কর্মীদের হাতে হেনস্থা হতে হয় তাদের৷ অসন্তুষ্ট তিনি৷

এই অবস্থায়, প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে গেরুয়া নেতৃত্ব৷ দলের ওপর ক্ষোভের কারণে তিনি আপাতত রাজনৈতিক ময়দানে নিষ্ক্রিয়৷ তবে, ভোট বছর গড়ালেও কলকাতা পুরনিগমের ভোট৷ এই অবস্থায় তিনি দল বদল করেলে তার প্রভাব পড়তে পারে বলে মনে করছে শাসক শিবির৷

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

13 − 6 =