দেশ 

দেশজুড়ে পালিত হচ্ছে ঈদ উৎসব , দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কোবিন্দ , মোদী , রাহুল ও মমতা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বুধবার সমগ্র দেশ জুড়ে পালিত হচ্ছে খুশির ইদ । এই  উপলক্ষ্যে দেশ জুড়ে আজ উৎসবের আমেজ। আর সংখ্যালঘু মুসলিমদের এই পবিত্র উৎসবে দিনে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী , কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইদ উপলক্ষ্যে  সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছাবার্তা দিয়েছেন । এদিন প্রথম শুভেচ্ছা বার্তাটাদেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । টুইটারে তিনি ইদের শুভেচ্ছা জানিয়ে বাংলায় পোস্ট করেন ।
সকালেই দেশবাসীকে ইদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে মোদী লিখেছেন, ‘‌এই খুশির উৎসব দেশে শান্তি এবং আনন্দ আনুক। সকলের জীবন আনন্দে ভরে উঠুক।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন। টুইটে তিনি লিখেছেন, ‘‌সকলকে জানাই খুশির ইদের শুভেচ্ছা ও অভিনন্দন। ধর্ম যার যার, উৎসব সবার। আসুন, বৈচিত্রের মধ্যে ঐক্যের এই ধারাকে বজায় রাখি। একতাই সম্প্রীতি – এটাই হোক আমাদের মন্ত্র।’

Advertisement


রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও টুইট করে দেশবাসীকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন। টুইটে তিনি লিখেছেন, দেশের সকল মুসলিম ভাইবোনেদের ইদের শুভেচ্ছা জানাই। প্রবাসী ভারতীয়দেরও তিনি ইদের শুভেচ্ছা জানিয়েছেন। ইদ আনন্দ আর খুশির উৎসব। এই উৎসবের হাত ধরেই দেশবাসীর জীবনে আনন্দ এবং খুশি আসুক বলে টুইটে লিখেছেন রাষ্ট্রপতি। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও টুইট করে দেশবাসীকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

ten − 9 =