দেশ 

জম্মু-কাশ্মীরে আসন পুনর্বিনাসের বিরোধিতায় ওমর ও মেহবুবা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : জম্মু-কাশ্মীর উপত্যকায় বিধানসভা কেন্দ্রের আসন পুনর্বিন্যাসের পরিকল্পনা নিয়েছেন অমিত শাহ ।৷ মোদী সরকারের এই ভাবনা-চিন্তা সামনে আসতেই প্রতিবাদে মুখর রাজ্যের মুখ্য দুই রাজনৈতিক দল ন্যাশানাল কনফারেন্স ও পিপলস জেমোক্রেটিক পার্টি৷
রাজ্যে গত এক বছর ধরে জারি রয়েছে রাষ্ট্রপতি শাসন৷ কমিশন সূত্রে খবর, চলতি বছরের শেষে হতে পারে বিধানসভা ভোট৷ এই অবস্থায় জম্মু-কাশ্মীরে বিধানসভার আসন পুনর্বিন্যাসের পরিকল্পনা চলছে বলে সূত্রের খবর৷ আর তাতেই উত্তপ্ত উপত্যকার রাজনীতি৷

এনসি নেতা ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা জানিয়েছেন, সর্ব শক্তি দিয়ে কেন্দ্রের এই পদক্ষেপ রোখা হবে৷ জম্মু-কাশ্মীরের মানুষের সম্মতি ছাডা় এত বড় সিদ্ধান্ত নেওয়া যাবে না৷ তাঁর আরও দাবি, দেশের সর্বত্র আসন পুনর্বিন্যাস হলে এখানেও করা যেত৷ কিন্তু ভোটের আগে কেবল জম্মু-কাশ্মীরে তা করা যাবে না৷ এই সিদ্ধান্তের পিছনে মোদী-শাহের রাজনৈতিক চাল রয়েছে বলেই মনে করেন ওমর৷

Advertisement

পিডিপি নেত্রী মেহবুবা মুফতির কথায়, ‘‘বিধানসভা পুনর্বিন্যাসের মধ্যে দিয়ে ফের এক বার রাজ্যকে ধর্মের ভিত্তিতে ভাগ করতে চায় কেন্দ্র।’’

জম্মু-কাশ্মীর বিধানসভায় মোট আসন সংখ্যা ৮৯। এর মধ্যে দু’জন মনোনীত সদস্য। বাকি ৮৭ জন নির্বাচিত সদস্য। ৪৬ জন জম্মু ও ৩৭ জন বিধায়ক নির্বাচিত হন কাশ্মীর থেকে। লাদাখ অঞ্চল থেকে প্রতিনিধিত্ব করেন চার জন বিধায়ক।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

nineteen − six =