কলকাতা 

ওয়াসী মাজার সংলগ্ন মসজিদে ঈদের জামাতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও বিশ্ব-শান্তির আহ্বান

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মানিকতলার হজরত ফতেহ আলী শাহ ওয়াসী (রহ)-র মাজার অবস্থিত । হজরত ফতেহ আলী ওয়াসী যুগশ্রেষ্ট আলেম , ফার্সী কবি এবং আধ্যাত্মিক মহাপুরুষ ছিলেন । তিনি বিশ্বাস করতেন হিন্দু –মুসলমান মিলনে । তাঁর ৩৫জন খলিফা ছিলেন তাঁরা জীবন ভর সম্প্রীতির স্বার্থে কাজ করে গেছেন । সেই মহান পুরুষের মাজার সংলগ্ন মসজিদে ঈদের জামাতে ইমাম সাহেব থেকে শুরু করে বেশ কয়েকজন ব্যক্তি দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও বিশ্ব শান্তির আহ্বান জানান ।

এদিন প্রথমে ঈদের তাৎপর্য নিয়ে বলতে গিয়ে কাজী মুহাম্মদ আবদুল্লাহ বলেন , নবীজি তার জীবন এবং কর্ম দিয়ে শান্তিকে প্রতিষ্ঠা করে গেছেন । তিনি মানুষে মানুষে ভেদাভেদের বিরোধী ছিলেন । তিনি বলেন , আজ আমাদের অর্থাৎ ইসলামের পয়গামকে এমনভাবে তুলে ধরতে হবে যাতে অন্য ধর্মের মানুষরা আমাদেরকে সম্মান করে ।

Advertisement

শিক্ষক ও প্রাবন্ধিক সেখ ইবাদুল ইসলাম বলেন , ইসলামের ভিত্তি দুটি । একটি হক-কুল্লাহ আর একটি হল হক-কুল এবাদ । আমরা যেমন আল্লাহর হক আদায় করব ( নামাজ , রোযা , হজ ,জাকাত ) একইভাবে মানুষের প্রতি আমাদের দায়িত্বও পালন করব । আর এটাই নবীর আসল শিক্ষা । আর এই কাজটি করতে পারলে অবশ্য সম্প্রীতির মেলবন্ধন দৃঢ় হবে ।

এদিন ওয়াসী মাজার সংলগ্ন মসজিদে ঈদের নামাজ পড়ান পেশ ইমাম হাফিজ একরাম আলী । তিনি বিশ্ব শান্তি এবং দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন । ঈদের অনুষ্ঠানের পাশাপাশি ওয়াসী মাজার সংলগ্ন মসজিদ কর্তৃপক্ষ হাজী রহিম বক্স ওয়াকফ এস্টেটের এই উদ্যোগ স্বাগত জানিয়েছে এলাকার মানুষ । এদিন ঈদের নামাজের পর মুসল্লীদের সিমাই দিয়ে মিষ্টি মুখ করানো হয় । উল্লেখ্য , হাজী রহিম বক্স ওয়াকফ এস্টেটের সম্পাদক কুতুব উদ্দিন তরফদারের উদ্যোগে মসজিদটি নতুন করে তৈরি করা হয়েছে । তাঁর এই সফল উদ্যোগের প্রশংসা করা হয় এদিন ।

ছবি : ১) বিশ্ব শান্তি ও সম্প্রীতির জন্য বিশেষ প্রার্থনা করছেন পেশ ইমাম হাফিজ একরাম আলী ।

২) ঈদের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখছেন কাজী মুহা. আবদুল্লাহ


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

15 − thirteen =