কলকাতা 

সিবিআইয়ের জেরার মুখোমুখি হতেই হবে রাজীবকে ; তবে এখনই গ্রেফতার নয় নির্দেশ কলকাতা হাইকোর্টের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সিবিআই-র নোটিশ খারিজ করার আবেদন করেছিলেন পুলিশ কর্তা রাজীব কুমার । একই সঙ্গে জামিনের আবেদনও করেন । আজ বৃহস্পতিবার সকালে কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রতীক প্রকাশ চট্টোপাধ্যায়ের এজলাসে এই আবেদন করেন রাজীব কুমার ।

কিন্ত শুনানীর শেষে হাইকোর্ট শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করলেও সিবিআইয়ের নোটিশ খারিজ করেনি । বরং আদালত স্পষ্ট বলেছে , সিবিআইয়ের জেরার মুখোমুখি তাঁকে হতে হবে ।

Advertisement

তবে হাইকোর্ট দিন এটাও স্পষ্ট করে দিয়েছে যে, রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না। অন্তত ১২ জুন পর্যন্ত। কারণ, হাইকোর্টের ছুটি শেষ হয়ে ওই দিন রেগুলার বেঞ্চে এই মামলার ফের শুনবে। সেই সময় পর্যন্ত গ্রেফতার করা যাবে না তাঁকে।

তবে তিনি কলকাতা ছেড়ে কোথাও যেতে পারবেন না। তাঁর পাসপোর্টও জমা রাখতে হবে। অর্থাৎ রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না বলে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি প্রতীকপ্রকাশ বন্দ্যোপাধ্যায় পুলিশ কর্তার আইনি রক্ষাকবচ বজায় রাখলেন। কিন্তু সেই সঙ্গে তদন্তকারী সংস্থা সিবিআইকে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত সুযোগও করে দিলেন বিচারপতি, এমনটাই মত আইনজ্ঞদের।

বিচারপতি দিন মন্তব্য করেন, প্রয়োজনে সিবিআই প্রতিদিন রাজীব কুমারের বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। তবে সেই সময় কোনও তৃতীয় পক্ষ উপস্থিত থাকতে পারবে না। দিন রাজীব কুমারের হয়ে সওয়াল করেন আইনজীবী সুদীপ্ত মৈত্র। তিনি বলেন, ‘‘রাজীব কুমারকে ৩৯ ঘণ্টা ৪৫ মিনিট ইতিমধ্যেই জেরা করা হয়েছে।তিনি সওয়াল করেন, ২০১৩ সালের সারদা মামলায় তাঁর নাম এফআইআরে নেই। তাঁর বিরুদ্ধে কোনও চার্জশিটও নেই। সেই কারণেই তাঁকে আইনি রক্ষাকবচ দিয়েছিল শীর্ষ আদালত। দিন সিবিআইয়ের হয়ে সওয়াল করেন ওয়াই জে দস্তুর।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four + three =