কলকাতা 

১০ জুন থেকে রাজ্যের সব সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল-মাদ্রাসা খুলছে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : অতিরিক্ত গরমের কারণে রাজ্য সরকারের স্কুল শিক্ষা দফতর যে ৩০ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করেছিল তা প্রত্যাহার করে নিয়েছে । বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিজের ফেসবুকে লেখেন, ‘স্কুলের গরমের ছুটি কমানো হল। সমস্ত স্কুলই পুনরায় ১০ জুন, ২০১৯ খুলে যাবে। স্কুল শিক্ষা দফতর থেকে প্রয়োজনীয় নোটিস জারি করা হবে।পার্থ চট্টোপাধ্যায়ের ফেসবুক পোস্টের কিছু পরে স্কুল শিক্ষা দফতর স্কুলের গরমের ছুটি কমানোর নির্দেশিকা জারি করেছে।

মে স্কুলশিক্ষা সচিব মণীশ জৈন একটি নির্দেশিকায় জানান, ঘূর্ণিঝড় ফণী প্রচণ্ড গরমের জন্য সরকারি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে গরমের ছুটি পড়ে গেল। ছুটি চলবে ৩০ জুন পর্যন্ত। সেই নির্দেশিকাকে ঘিরে বিতর্ক শুরু হয়। বহু শিক্ষক সংগঠন গরমের ছুটি কমানোর দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়। মিছিলও হয়। শিক্ষকদের মতে, অগস্টে সেকেন্ড টার্মের পরীক্ষা আছে। টানা প্রায় দুমাস ছুটি থাকলে কী করে পাঠ্যক্রম শেষ হবে, সেই প্রশ্নও ওঠে।

Advertisement

সরকারি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের বহু ছাত্র গরিব। দীর্ঘ ছুটিতে স্কুল ছেড়ে তাদের কেউ কেউ কাজে চলে যেতে পারে বলেও অনেকে আশঙ্কা প্রকাশ করেছিলেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

4 × three =