কলকাতা 

রাজ্যের সরকারি কর্মচারিদের নিরব বিপ্লব ; বঞ্চনার প্রতিবাদেই তৃণমূলের বিরুদ্ধে ভোট দাবি আমজাদ আলীর; এক নজরে পোষ্টাল ভোট

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  রা্জ্যের সরকারি কর্মচারি সরকারের কাজকর্মে ক্ষুদ্ধ । কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হয়নি এবং পে কমিশন চালু এখনও করেনি রাজ্য সরকার । ফলে তৃণমূল সরকারের উপর এই সরকারি কর্মচারিরা যে ক্ষুদ্ধ তা আগেই থেকে আঁচ করা যাচ্ছিল । এবার সেই ক্ষোভ গিয়ে পড়ল ভোট বাক্সে । দেখা যাচ্ছে , রাজ্য সরকারি কর্মচারী জাতি-ধর্ম নির্বিশেষ এবার তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে । পোষ্টাল ব্যালটে যার ইঙ্গিত স্পষ্ট । আসলে পোষ্টাল ভোট দিয়ে থাকে নির্বাচনের কাজে যুক্ত থাকা সরকারি কর্মচারিরা । এর বাইরে রয়েছে সরকারি কর্মচারিদের পরিবারবর্গ ।

২০১১ সালে পরিবর্তনের আগে ২০০৯ সালের লোকসভা নির্বাচনেও সরকারি কর্মচারিরা দুহাত ভরে ভোট দিয়েছিল তৃণমূলকে । এবার তারা দিল বিজেপিকে । এ প্রসঙ্গে বলতে গিয়ে বিশিষ্ট আইনজীবী সরদার আমজাদ আলী বলেন , আসলে সরকারি কর্মচারীরা নানাভাবে বঞ্চিত হয়েছে । তারা সঠিকভাবে ডিএ পাচ্ছে না , তাদের পে কমিশন বাকি রয়েছে , এসব নিয়ে তারা ক্ষুদ্ধ । তাদের মনে হয়েছে তৃণমূলের বিকল্প হিসাবে বিজেপিকে । তাই তারা বিজেপিকে ভোট দিয়েছে । আর এর মূল কারণই হল বঞ্চনা ।

Advertisement

এই নির্বাচনে সরকারি কর্মচারীদের নিরব বিপ্লব থেকে  তৃণমূল সরকার কোনো সিদ্ধান্ত নেয় কিনা সেই দিকেই তাকিয়ে রয়েছে রাজ্য সরকারি কর্মচারিরা ।

একনজরে লোকসভা ভিত্তিক পোষ্টাল ব্যালটে প্রাপ্ত বিজেপির ভোট :

আসানসোল মোট পোষ্টাল ব্যালট ৯০৩ ; বিজেপি পেয়েছে ৬৫১

আরামবাগ মোট পোষ্টাল ব্যালট ১৫৪৯ , বিজেপি পেয়েছে ১০৩২

বিষ্ণুপুর মোট পোষ্টাল ব্যালট ২৭৭৭ , বিজেপি পেয়েছে ২১১৫

দমদম মোট পোষ্টাল ব্যালট ১৫৫৩, বিজেপি পেয়েছে ৭৯০

ঘাটাল মোট পোষ্টাল ব্যালট ২২১৮ , বিজেপি পেয়েছে ১৪৬৩

হুগলী : মোট পোষ্টাল ব্যালট ২৩৭৪ , বিজেপি পেয়েছে ১৪১৭

জঙ্গীপুর : মোট পোষ্টাল ব্যালট ১৫৮৮ , বিজেপি পেয়েছে ৯০৯

কলকাতা দক্ষিণ : মোট পোষ্টাল ব্যালট ২৪০৯ , বিজেপি পেয়েছে ১৪৮৩

মুর্শিদাবাদ : মোট পোষ্টাল ব্যালট ১৭৭২, বিজেপি পেয়েছে ১০৬৪

উলুবেড়িয়া : মোট পোষ্টাল ব্যালট ১০৮২ , বিজেপি পেয়েছে ৫৭০

যাদবপুর : মোট পোষ্টাল ব্যালট ২০৬৮ , সিপিএম পেয়েছে ৭০৪

বর্ধমান দূর্গাপুর : মোট পোষ্টাল ব্যালট ১৫৩২, বিজেপি পেয়েছে ৯২৬

বর্ধমান পূর্ব : মোট পোষ্টাল ব্যালট ১৪২২, বিজেপি পেয়েছে ৮৫২

শ্রীরামপুর : মোট পোষ্টাল ব্যালট ১৬৬৩ , বিজেপি পেয়েছে ৮৯৮

তমলুক : মোট পোষ্টাল ব্যালট ২৫৮৩ , বিজেপি পেয়েছে ১৪২৪

বালুরঘাট : মোট পোষ্টাল ব্যালট ২৫০৯ , বিজেপি পেয়েছে ১৭৪০

বাঁকুড়া :  মোট পোষ্টাল ব্যালট ৪৩৭০ , বিজেপি পেয়েছে ৩১১৭

বারাসত : মোট পোষ্টাল ব্যালট ২১৫৯ , বিজেপি পেয়েছে ১১৮০

ব্যারাকপুর : মোট পোষ্টাল ব্যালট ১৯৫০, বিজেপি পেয়েছে ১৫০৪

ঝাড়গ্রাম : মোট পোষ্টাল ব্যালট ৪৯০৮, বিজেপি পেয়েছে ৩২১০

জয়নগর : মোট পোষ্টাল ব্যালট ৭১১ , বিজেপি পেয়েছে ৩৮৭

কাঁথি : মোট পোষ্টাল ব্যালট ২৪৯৭ , বিজেপি পেয়েছে ১৫৮৮

মথুরাপুর : মোট পোষ্টাল ব্যালট ১০৩৪ , বিজেপি পেয়েছে ৫৮৭

রানাঘাট : মোট পোষ্টাল ব্যালট ৫০৮০, বিজেপি পেয়েছে ৩৪৮৬

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

13 − two =