জেলা 

কোচবিহারে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত ৭

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ কোচবিহারের কোতওয়ালি থানার জিরানপুর টুপামারি এলাকায় শনিবার সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জনের। যাদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে। নিহতরা হলেন, বলরাম সাহা (৩৫), গোপাল সাহা (৩৭), সাধন সাহা (৩২), গোপাল দেব (৪০), সুব্রত সাহা (৩৮), বাপি বর্মন (২৫) ও নিশিতা সাহা (৭)। ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন স্থানীয় সাংসদ পার্থপ্রতিম রায়। দুর্ঘটনাস্থলে গিয়ে তিনি পরিস্থিতি খতিয়ে দেখেন। এই দুর্ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।
পুলিশ সূত্রে খবর, মৃত সাধন সাহার খুড়তুতো দাদার বিয়ে হয়েছিল বক্সিরহাট বাঁকলা এলাকায়। শুক্রবার ছিল বিয়ের অনুষ্ঠান। সেখানেই যোগ দিতে গিয়েছিলেন সকলে। শনিবার ভোরে বাড়ি ফেরার সময় মাঝরাস্তায় মোড় ঘুরতে গিয়ে হঠাৎই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পাশের নয়ানজুলিতে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭ জনের। প্রত্যেকেরই বাড়ি দিনহাটা মহকুমার ভ্যাটগুড়ি এলাকায় বলে জানা গিয়েছে।
এদিকে দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় বহু লোকজন। উদ্ধারকাজে এগিয়প আসেন সকলেই। ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশও। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ দুর্ঘটনাগ্রস্থদের উদ্ধার করে। পরে তাদের মহারাজা দীপেন্দ্রনারায়ণ হাসপাতালে নিয়ে গেকে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। প্রত্যেকের দেহ ময়না তদন্ত করা হবে বলে জানা গিয়েছে। কোতোয়ালি থানার আইসি সমীর পাল বলেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টেছে। তবে ঘটনার তদন্ত করে দেখা হবে।

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

twenty − 1 =