দেশ 

‘ফনি‘-র কারণে নেট পরীক্ষায় অনুপস্থিতকারীদের পরীক্ষা নিতে নির্দেশ সুপ্রিম কোর্টের ; ২০ মে পরীক্ষা

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ফনি কারণে বহু পরীক্ষার্থী নেট পরীক্ষা দিতে পারেনি । তাদের জন্য আগামী ২০ মে নেট পরীক্ষা নেওয়া হবে । এই মর্মে আজ শুক্রবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে । এই নির্দেশ মোতাবেক ওডিশার সাতটি জেলা-সহ কর্ণাটক, বেঙ্গালুরুতেও ফের নেট পরীক্ষা নিতে হবে৷ ওডিশার সাতটি জেলা ছাড়াও পরীক্ষার দিনে যারা ১৬৫৯১ হাম্পি এক্সপ্রেস হয়ে বেঙ্গালুরু পরীক্ষা কেন্দ্রে দেরীতে পৌঁছানোর জন্য পরীক্ষায় বসতে পারেনি৷ তারাও আগামী ২০ মে পরীক্ষায় বসবেন৷

এর পাশাপাশি পশ্চিমবঙ্গের শিলিগুড়িতেও ফের ২০ মে নেট পরীক্ষা হবে৷ ফর্ম পুরন করা স্বত্ত্বেও অনেক পরীক্ষার্থী নিদির্ষ্ট দিনে পরীক্ষা দিতে পারেনি৷ কারন নিদির্ষ্ট সময়ে পৌঁছয়নি হিন্দি প্রশ্নপত্র৷ তাই এবার সুপ্রিম কোর্টের নির্দেশে ফের শিলিগুড়িতে এই পরীক্ষা হবে৷

Advertisement

উল্লেখ্য ,ঘুর্নিঝড় ফণীর জেরে ১৬৫৯১ হাম্পি এক্সপ্রেসের দেরিতে পৌঁছানোর কারণে এবছর নিট ২০১৯ পরীক্ষা দিতে পারেনি প্রায় ৫০০ জনের বেশি পরীক্ষার্থী। গত ৫ মে নিট পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল দুপুর ১:৩০ এ৷ কিন্তু ওই হাম্পি এক্সপ্রেস ব্যাঙ্গালোরে পৌঁছায় এক ঘন্টা দেরিতে অর্থাৎ ২.৩০ এ।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ