কলকাতা 

কুরুচিকর মন্তব্যের দায়ে বিজেপি নেতা মহাদেব সরকারের ৪৮ ঘন্টা প্রচারের ওপর নিষেধাঞ্জা জারি করল কমিশন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : নদীয়ার সাংগঠনিক জেলা সভাপতি মহাদেব সরকার আগামী ৪৮ ঘণ্টা তিনি কোনও রকম মিছিলে অংশ নিতে পারবেন না বলে নির্দেশ দিল নির্বাচন কমিশন। শুধু প্রচারই  নয়,  একই সঙ্গে সংবাদমাধ্যমে এবং সোশ্যাল সাইটেও কোনও মন্তব্য করতে পারবেন না ওই নির্দেশে বলা হয়েছে ।

সম্প্রতি তিনি কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেন বলে মহাদেবের বিরুদ্ধে অভিযোগ ওঠে। বিষয়টি জানার পরে থানায় মহাদেব সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পাশাপাশি নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেন মহুয়া। মঙ্গলবার নির্বাচন কমিশন মহাদেবকে শো-কজ করে। কিন্তু মহুয়া এখানেই থেমে থাকেননি। তিনি বুধবার সুপ্রিম কোর্টে মামলা করে আবেদন করেন, যাতে মহাদেব সরকার প্রচার করতে না পারেন।

Advertisement

সুপ্রিম কোর্টও কড়া পদক্ষেপ করার নির্দেশ দেয় কমিশনকে। শুক্রবার রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক স়ঞ্জয় বসু বলেন, “বিজেপি সভাপতি মহাদেব সরকারের মিছিলে অংশ নেওয়ার উপর ৪৮ ঘণ্টা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুক্রবার বিকেল ৪টে থেকে আগামী রবিবার বিকেল ৪টে পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে।”

এই সিদ্ধান্তে খুশি মহুয়া মৈত্র। তাঁর কথায়, ‘‘রুচিহীন ভাষায় বিজেপি নেতৃত্বরা মন্তব্য করে চলেছেন। কমিশন কড়া সিদ্ধান্ত নেওয়ায় আমি খুশি। এটা একটা উদাহরণ হতে চলেছে।’’ একই ভাবে কমিশনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘‘নির্বাচন কমিশন যা সিদ্ধান্ত নিয়েছে, তা আমরা মেনে নিয়েছি।’’

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × 4 =