কলকাতা 

এসএসসির চাকরি প্রার্থীদের অনশনের পাশে ;সুবোধ- কবির সুমন ;মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ; আন্দোলনকারীদের সমস্যার সমাধানে আন্তরিক উদ্যোগ নবান্নের ; কালই মিটবে সমস্যা ?

শেয়ার করুন
  • 509
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কলকাতা প্রেস ক্লাবের অদূরে এসএসসি-র চাকরি প্রার্থীদের অনশন কর্মসূচি ২৭দিনে পড়ল । কবি শঙ্খ ঘোষ , অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ,কবি মান্দাক্রান্ত সেন,এপিডিআর সহ বিভিন্ন বিরোধী দলের রাজনৈতিক ব্যক্তিত্ব এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন ।রবিবার অনশনকারীদের প্রতি সহমর্মিতা ব্যক্ত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ প্রার্থনা করলেন বিশিষ্ট কবি সুবোধ সরকার ও জীবনমুখি গানের স্রষ্টা কবির সুমন ।

এদিকে শিক্ষামন্ত্রীর গঠিত কমিটির কাছে মঙ্গলবার অভিযোগ জানাতে যান এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চের দুজন প্রতিনিধি তানিয়া শেঠ ও হাফিজুল গাজি। কিন্ত ওই দাবিপত্র বা অভিযোগপত্রের বয়ানে ত্রূটি থাকায় আগামীকাল বিষয়টি আরও পরিস্কার করে লিখে জমা দিতে বলা হয়েছে।

Advertisement

উল্লেখ্য ,২২ মার্চ দ্বিতীয়বারের জন্য এসএসসির চাকুরীপ্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে তিনি জানান, শিক্ষাসচিব মনীশ জৈনের নেতৃত্বে একটি কমিটিও গঠন করে দেওয়া হয়েছে। যে কমিটিতে দুদিনের মধ্যে সমস্ত দাবি তুলে ধরে জমা করতে হবে তাঁদের। জমা দেওয়ার ১৫ দিনের মধ্যে বিষয়টির তদন্ত করবে কমিটি। বেরিয়ে আসবে সমাধান সূত্র।

জানা গেছে ,এসএসসির চাকরি প্রার্থীদের অনশন নিয়ে রাজ্য প্রশাসনও উদ্বেগের মধ্যে রয়েছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এনিয়ে শিক্ষা দফতরে কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বলে বিশেষ সূত্রে জানা গেছে । মনে করা হচ্ছে কাল কিংবা দু একদিনের মধ্যেই সমাধান সূত্র বেরিয়ে আসতে পারে ।


শেয়ার করুন
  • 509
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 + 10 =