দেশ 

কিছু মানুষ দুনিয়া ঘুরে বেড়িয়ে বলেন এটা করেছি, ওটা করেছি। ভাষণ দেন। সেটা ভাষণই রয়ে যায় ; বিশ্বের বৃহৎ রাইফেল কারখানার উদ্বোধন করে রাহুলকে কটাক্ষ মোদীর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : লোকসভা নির্বাচনের আগে মোদী  অন্যতম প্রধান প্রতিপক্ষ রাহুল গান্ধীর গড়ে গিয়ে বড় অস্ত্র কারখানার উদ্বোধন করলেন মোদী। এদিনের অনুষ্ঠান ছিল মূলত বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প নিয়ে। যার মধ্যে অন্যতম হল একে-২০৩ আধুনিক রাইফেল এবার থেকে তৈরি হবে আমেঠি কোরওয়ায়। এদিন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন সেকথা জানান। বলেন, যাঁরা আমেঠি নিয়ে চিন্তা প্রকাশ করেন তাঁরা কিছুই করেননি। প্রধানমন্ত্রীর এক বছরের প্রচেষ্টায় এই সুফল মিলছে।

এখানে সাড়ে ৭ লক্ষ একে-২০৩ রাইফেল তৈরি হবে। যা জওয়ানদের হাতে তুলে দেওয়া হবে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, এই রাইফেল জওয়ানদের হাতে এলে এয়ার স্ট্রাইক ও সার্জিক্যাল স্ট্রাইকের পর যা অবস্থা হয়েছিল, সেটাই হবে শত্রূদের।

Advertisement

নরেন্দ্র মোদী বলেন, বিশ্বের সবচেয়ে আধুনিক রাইফেলের একটি একে-২০৩ তৈরি হবে এবার আমেঠিতে। ভারত-রাশিয়ার যৌথ সহযোগিতায় এই রাইফেল তৈরি হবে। এজন্য আমার বন্ধু ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানাতে চাই। এত কম সময়ে প্রকল্প চালু করার জন্য।

রাহুল গান্ধীর কেন্দ্রে এসে তাঁকে নাম না করে খোঁচা দিয়ে মোদী বলেন, কিছু মানুষ দুনিয়া ঘুরে বেড়িয়ে বলেন এটা করেছি, ওটা করেছি। ভাষণ দেন। সেটা ভাষণই রয়ে যায়। এটা মোদী, এবার মেড ইন আমেঠি একে-২০৩ রাইফেল তৈরি হবে। উল্লেখ্য , রাশিয়া সরকারের প্রযুক্তি সহায়তায় রাইফেল কারখানাটি গড়ে তোলার সিদ্ধান্ত হয় মনমোহন সিং সরকারের আমলেই । ২০১০ সালে এই কারখানা গড়ে তোলার জন্য দুদেশের মধ্যে মৌ স্বাক্ষরিত হয় । নানা কারণে এটা করা সম্ভব হয়নি । এবার সেই কারখানারই উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

19 − eleven =