দেশ 

দেশ এগিয়ে চলেছে ; আগামী একদশকের মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠবে ভারত দাবি নরেন্দ্র মোদীর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আগামী একদশকের মধ্যে ভারত সমগ্র বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দাবি করেন। এদিন গ্রেটার নয়ডায় পেট্রোটেক এক্সপো মার্টের অনুষ্ঠানে এসে নরেন্দ্র মোদী বলেন, সম্প্রতি ভারত বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির দেশ হিসাবে উঠে এসেছে। ২০৩০ সালের মধ্যেই ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে।

মোদী আরও বলেন, আমরা এই মুহূর্তে বিশ্বের তৃতীয় বৃহত্তম শক্তিশালী দেশ। পাঁচ শতাংশ করে সেই চাহিদা বেড়ে চলেছে। শক্তির দুনিয়ায় ভারত অনেক এগিয়ে গিয়েছে। শক্তি সরবরাহ, শক্তির উৎস ও শক্তির ব্যবহার আজকের দিনে বদলে গিয়েছে।

Advertisement

১৩তম ইন্টারন্যাশনাল অয়েল অ্যান্ড গ্যাস কনফারেন্স – পেট্রোটেক ২০১৯ এর মঞ্চে দাঁড়িয়ে মোদী বলেছেন, শক্তি আর্থ-সামাজিক বৃদ্ধির বড় অনুঘটক। ভারত এই বিষয়ে অধিক গুরুত্ব আরোপ করছে।

গ্যাসের এলপিজি কানেকশন নিয়েও বক্তব্য রাখেন মোদী। সারা দেশে এলপিজি-র ব্যবহার বাড়ানোকে ব্লু-ফ্লেম রেভোলিউশন বলে ব্যাখ্যা করেন। গত তিন বছরে উজ্জ্বলা যোজনায় সাড়ে ৬ কোটি গ্যাস সংযোগ দেওয়া হয়েছে তিনি জানান।

প্রসঙ্গত, গতবছরে ভারত বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির দেশের তকমা পেয়েছে। ফ্রান্সকে সরিয়ে সেই জায়গা দখল করেছে ভারত। মনে করা হচ্ছে ২০১৯-২০ সালের মধ্যেই ব্রিটেনকে সরিয়ে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশের জায়গা দখল করে নেবে।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 × three =