দেশ 

মোদীজি অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের মর্যাদা না দিয়ে রাজধর্ম পালন করেননি অভিযোগ চন্দ্রবাবুর ; কমিটমেন্ট ভেঙেছেন প্রধানমন্ত্রী অভিযোগ রাহুলের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : অন্ধ্রপ্রদেশকে ‘বিশেষ রাজ্যের তকমা’ দেওয়ার দাবিতে দিল্লিতে ধরনায় বসেছেন অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইড়ু ।আর ধরনাকে কেন্দ্র করে মোদী বিরোধী জোটের আর একটি সমাবেশ হয়ে গেল বলা যেতে পারে । এখানে রাহুল গান্ধী থেকে শুরু করে ফারুক আবদুল্লাহ সহ প্রায় সব বিজেপি বিরোধী নেতারা এই ধরনা মঞ্চে হাজির হয়েছেন । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই ধরনা যোগ দেবেন বলে জানা গেছে । এদিনে সকালেই ধরনার কারন ব্যাখ্যা করতে গিয়ে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইড়ু বলেন অন্ধ্রপ্রদেশকে ‘ বিশেষ রাজ্যের তকমা ‘ না দিয়ে  প্রধানমন্ত্রী রাজধর্ম পালন করছেন না ।

নরেন্দ্র মোদী সরকার যে গণতন্ত্রের গলা টিপে ধরেছেন সেই অভিযোগ কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চেই তুলে ধরেছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং তিনিও যে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে অনশন আন্দোলনে নামছেন তাও জানিয়েছিলেন।  পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সোমবার সকাল থেকে ধরনায় বসেছেন চন্দ্রবাবু। কর্মূসূচি-তে অংশ নেওয়ার আগে তিনি রাজঘাটে গিয়ে গান্ধীজির সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। এরপর তিনি অন্ধ্রভবনে এসে একদিনের এই অনশন আন্দোলন যা ‘ধর্ম পোরাতা দীক্ষা’-তে অংশ নেন। আর এই অনশন মঞ্চ থেকেই তিনি মোদীর সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, ‘কেউ যদি আবেদন-নিবেদেন দাবি পূরণ না করে তাহলে আমারও জানি কীভাবে তা আদায় করে নিতে হয়। এটা অন্ধ্রের মানুষদের আত্মসম্মানের লড়াই। যখনই কেউ সেই আত্মসম্মানে আক্রমণ করবে তাদের আমরা ছেড়ে কথা বলব না। আমি কেন্দ্রীয় সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলছি ব্যক্তিদের আক্রমণ করা বন্ধ করুন।’

Advertisement

অনুষ্ঠান মঞ্চে ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও। চন্দ্রবাবু নাইডুর ধরনা মঞ্চ থেকে রাফাল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের তীব্র ভাষায় আক্রমণ করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বন্ধু অনিল আম্বানিকে সহায়তা করার অভিযোগও করেন তিনি।

একই সঙ্গে অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের মর্যাদা না দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কমিটমেন্ট ভেঙেছেন বলে রাহুল গান্ধি অভিযোগ করেন । আর সেই ইস্যুতেই প্রধানমন্ত্রীকে ফের একবার আক্রমণ করেন রাহুল। উল্লেখ্য, ধরনা মঞ্চ ছাড়িয়ে অন্ধ্রের নেতাদের বিক্ষোভের আঁচ গিয়ে পড়ে সংসদেও। সংসদ চত্বরের বাইরেও দেখা যায় টিডিপি নেতা মন্ত্রীরা ধরনায় বসছেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eleven + twelve =