কলকাতা 

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা ; মোবাইল ব্যবহারে কড়াকড়ি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্যদের মাধ্যমিক পরীক্ষা। তবে এবার ছাত্রীদের সংখ্যা বাড়লেও মাধ্যমিক মোট পরীক্ষার্থীর সংখ্যা কমে গেল। সোমবার সাংবাদিক বৈঠক করে পর্ষদ সভাপতি জানালেন ১৮ হাজারের মতো পরীক্ষার্থী কমেছে গতবারের তুলনায়। পর্ষদ সভাপতি জানান, এবারও ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা তাৎপর্যপূর্ণ হারে বেড়েছে। মাধ্যমিকে ছাত্রীর সংখ্যা বেড়েছে ১৩ শতাংশের বেশি। সাড়ে দশটার মধ্যে পরীক্ষা কেন্দ্রগুলিতে সিল করা প্রশ্নপত্র পৌছে যাবে । আর পরীক্ষা হলে প্রশ্নপত্র খোলা হবে । সেইসঙ্গে তিনি জানান, ১১.৪৫-য় প্রশ্নপত্র হাতে পাবে পরীক্ষার্থীরা। পরীক্ষা শুরু হবে ১২টা থেকে। আর পরীক্ষা শেষ হবে বিকেল তিনটেয়।

পর্ষদ সভাপতি নির্দেশ দেন, টিচিং ও নন টিচিং স্টাফদের মোবাইল ব্যবহার করা যাবে না। মোবাইল সুইচড অফ করে রাখাতে হবে। অন্যথায় ব্যবস্থা নেবে পর্ষদ। তিনি বলেন, সবথেকে ভালো হয় পরীক্ষার দিন মোবাইল পরীক্ষা কেন্দ্রে না নিয়ে এলে।

Advertisement

একইসঙ্গে তিনি জানান, অ্যাডমিট কার্ড হারালে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে হবে। কোনও পরীক্ষার্থী আহত হলে, তার জন্য রাইটার থাকবে। আর পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়া নিয়ে পর্ষদ সভাপতি বলেন, জন্মহার কমে যাওয়া পরীক্ষার্থীর সংখ্যা কমার অন্যতম কারণ হতে পারে। আমরা স্বাস্থ্য দফতরের এমন একটা রিপোর্ট পেয়েছি।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 × three =