কলকাতা 

দলীয় বিধায়ক খুনের নেপথ্যে বিজেপিকে দায়ী করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ; বিজেপি খুনোখুনির রাজনীতিতে বিশ্বাস করে না পাল্টা দাবি বিজেপি-র

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : নদীয়া জেলা তৃণমূলের যুব নেতা ও কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে গুলি করে খুনের ঘটনায় বিজেপিকে দায়ী করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। দলের অফিশিয়াল টুইটার পেজে তিনি লেখেন, “যারা তাঁকে খুন করেছে, তাদের ছাড়া হবে না। তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হবে।বিজেপি এই মৃত্যুর জন্য দায়ি। কয়েকজন বিশ্বাসঘাতক তাঁকে খুন করেছে।”

তিনি ওই পোষ্টে আরও লিখেছেন, “বিধায়ক সত্যজিৎ বিশ্বাস প্রিয় সহকর্মী ছিলেন। আমার কোনও শব্দ নেই। সম্প্রতি বিজেপি নেতারা ওই এলাকায় উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছিলেন। বিজেপি-কে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এটা একটা সুসংগঠিত পরিকল্পনা। সাধারণ মানুষ অপরাধীদের উপযুক্ত জবাব দেন।”

Advertisement

তবে বিজেপি-র  জেলা সভাপতি(নদিয়া দক্ষিণ) জগন্নাথ সরকার এ প্রসঙ্গে বলেন, “বিজেপি খুনের রাজনীতিতে বিশ্বাস করে না। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল।”

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eight − three =