দেশ 

CJI NV Ramana : বিচারাধীন বন্দীদের নিয়ে উদ্বেগ প্রকাশ প্রধান বিচারপতির ‘ জামিনে বিলম্ব সবচেয়ে বড় শাস্তি’

বিচার ব্যবস্থা প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা। গত কাল রবিবার জয়পুরে অনুষ্ঠিত ১৮তম অল-ইন্ডিয়া লিগাল সার্ভিস মিটে প্রধান বিচারপতি বলেন, ‘আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থায়, প্রক্রিয়াটি হল শাস্তি। তাড়াহুড়ো করে নির্বিচারে গ্রেপ্তার থেকে শুরু করে জামিন পেতে অসুবিধা পর্যন্ত, বিচারাধীন ব্যক্তিদের দীর্ঘকাল কারাগারে থাকতে হয়। এই প্রক্রিয়ার দিকে তাই জরুরি মনোযোগ দেওয়া প্রয়োজন।’ এর আগেই সুপ্রিম কোর্ট কেন্দ্রের উদ্দেশে বার্তা দিয়েছিল, ‘কোনও দিনও যেন দেশ পুলিশ স্টেট না হয়ে যায়।’ কেন্দ্রীয় সরকারে যাতে জামিনের আইন নিয়ে নতুন বিধির কথা ভাবে ও অপরাধীদের সুবিচারের দিকটি বিবেচনা করে…

আরও পড়ুন