দেশ 

Tribal: গো-হত্যার অভিযোগে মধ্যপ্রদেশে পিটিয়ে খুন করা হল দুই আদিবাসীকে, জখম এক

বাংলার জনরব ডেস্ক : ফের শিরোনামে গো হত্যা। এবার গো হত্যার অভিযোগে মধ্যপ্রদেশে দুই আদিবাসী সম্প্রদায়ের মানুষকে পিটিয়ে খুন করা হলো।হামলাকারীদের মারে গুরুতর জখম হয়েছেন আরও এক জন। সিওনি জেলার ওই ঘটনার জেরে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে সে রাজ্যের শাসকদল বিজেপি এবং বিরোধী কংগ্রেসের মধ্যে। ঘটনার পিছনে ২০১৫ সালে উত্তরপ্রদেশের দাদরির মহম্মদ আখলাখ-কাণ্ডের ছবি দেখছেন অনেকে। সিওনির অতিরিক্ত পুলিশ সুপার এস কে মোরাভি মঙ্গলবার বলেন, ‘‘একটি গরুকে মাংসের জন্য মেরে ফেলার অভিযোগ তুলে আদিবাসী মহল্লায় হামলা চালায় জনা কুড়ি সশস্ত্র দুষ্কৃতী। তাঁদের মারে দু’জন মারা গিয়েছেন। এক জন হাসপাতালে চিকিৎসাধীন।…

আরও পড়ুন
জেলা 

Mob lynching : ফুচকা বিক্রেতাকে পিটিয়ে খুনের অভিযোগ দুর্গাপুরে, তিন জন গ্রেপ্তার

বাংলার জনরব ডেস্ক : একই পাড়ায় থাকতেন দীর্ঘদিন। কিছুদিন হলো অন্য পাড়ায় গিয়ে বাস করছেন তাই নেহাতই কৌতূহলবশত পুরনো পাড়ায় গিয়ে প্রতিবেশীর খোঁজখবর দিচ্ছিলেন এক ফুচকা বিক্রেতার। আর তাতেই কাল হয়ে দাঁড়ালো ওই ফুচকা বিক্রেতার। একসময়ের পুরনো প্রতিবেশীর সঙ্গে সামান্য বচসা তারপর তা থেকে তর্ক তর্কাতর্কি পরে মারধর এর ফলে এক ফুচকা বিক্রেতাকে অকালে প্রাণ দিতে হলো। ঘটনাটি ঘটেছে আমাদের রাজ্য দুর্গাপুরের শ্রমিক নগর এলাকায়। মঙ্গলবার ভোরে হাসপাতালে ওই ফুচকা বিক্রেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্য। তিনজনকে আটক করেছে কোকওভেন থানার পুলিশ। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম রামপ্রসাদ…

আরও পড়ুন
দেশ 

গোহত্যার অভিযোগে রাজধানী দিল্লি শহরে পিটিয়ে মারা হলো রাজারামকে, গোহত্যা সঙ্গে যুক্ত ছিলেন না দাবি মৃতের স্ত্রীর

বাংলার জনরব ডেস্ক: খোদ দেশের রাজধানী দিল্লিতে গোরক্ষকরা গো-মাংস বিক্রির অভিযোগে এক ফার্মহাউসের কেয়ারটেকারকে পিটিয়ে মারল । যদিও মৃতের স্ত্রীর দাবি, তাঁর স্বামী এক বছরের বেশি সময় ধরে অসুস্থ। তিনি গোমাংস বিক্রির সঙ্গে যুক্ত ছিলেন না। তাঁকে নিয়ে গুজব ছড়ানো হয়েছিল। গতকাল সোমবার রাতে দিল্লির (Delhi) দ্বারকা এলাকায় ওই কেয়ারটেকারের উপর হামলা চালায় ১০-১৫ জনের একটি দুষ্কৃতী দল।  প্রকাশ্যে পিটিয়ে মারা হয় রাজারাম নামের ওই যুবককে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও ওই যুবককে রক্ষা করা যায়নি। কাউকে এখনও গ্রেপ্তারও করা হয়নি। তবে, অজ্ঞাতপরিচয় ১০-১৫ জন যুবকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।…

আরও পড়ুন