দেশ 

সংবিধান চালু হওয়ার ৭৫ বছর পরে পুলিশকে বোঝাতে হবে বাক স্বাধীনতার মানে? কংগ্রেস নেতা ইমরান প্রতাপগড়ির বিরুদ্ধে এফআইআর খারিজ করে বলল সুপ্রিম কোর্ট

বিশেষ প্রতিনিধি : কংগ্রেস সাংসদ তথা জাতীয় কংগ্রেসের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান সাংসদ ইমরান প্রতাপগড়ির বিরুদ্ধে গুজরাট পুলিশের দায়ের করা এফআইআর খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।সেই সঙ্গে বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভূঞার বেঞ্চ শুক্রবার বলেছে, ‘‘বাক্‌স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার, স্বাধীন চিন্তাভাবনা একটি সুস্থ, সভ্য সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ। এটি ছাড়া সংবিধানের ২১ অনুচ্ছেদে বর্ণিত নিশ্চিন্ত ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করা অসম্ভব। কবিতা, নাটক, শিল্প, ব্যঙ্গচিত্র, সাহিত্য জীবনকে সমৃদ্ধ করে।’’ ইনস্টাগ্রামে ইমরানের পোস্ট করা একটি ভিডিয়োর জেরে ইমরানের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল গুজরাতে। ওই ভিডিয়োয় প্রচারিত কবিতা সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সামাজিক শান্তি…

আরও পড়ুন