ওবিসি রাইট প্রোটেকশান ফোরামের গণ কনভেনশন অনুষ্ঠিত হলো মৌলালি যুব কেন্দ্রে
বিশেষ প্রতিনিধি : বৃহস্পতিবার ২০ জুন মৌলালি যুব কেন্দ্রে *ওবিসি রাইট প্রোটেকশান ফোরামের* আয়োজিত গণকনভেনশনকে সফল করার জন্য সকলকে অনেক ধন্যবাদ। সংখ্যালঘু দলিত পাশ্চাৎপদ জনগোষ্ঠী অধিকার রক্ষার আন্দোলনে বিভিন্ন সংগঠনের মিলে তৈরি হয়েছে *ওবিসি রাইট প্রোটেকশন ফোরামের*। আমাদের মূল লক্ষ্য হল মহামান্য কলকাতা হাইকোর্ট কর্তৃক ২০১০ পরবর্তী ওবিসি সার্টিফিকেট বাতিল করায় রাজ্য সরকারের কাছে আইনানুগ পদক্ষেপ গ্রহণের দাবি জানানো। 22 মে, ২০২৪ কলকাতা হাইকোর্টের রায়ে রাজ্যের প্রায় ৫ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে। এই কনভেনশনে আমাদের দাবি ও কর্মসূচি: 1) OBC-র প্রাপ্ত অধিকার রক্ষা করতে রাজ্য সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে…
আরও পড়ুন