কলকাতা 

ওবিসি রাইট প্রোটেকশান ফোরামের গণ কনভেনশন অনুষ্ঠিত হলো মৌলালি যুব কেন্দ্রে

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : বৃহস্পতিবার ২০ জুন মৌলালি যুব কেন্দ্রে *ওবিসি রাইট প্রোটেকশান ফোরামের* আয়োজিত গণকনভেনশনকে সফল করার জন্য সকলকে অনেক ধন্যবাদ।

সংখ্যালঘু দলিত পাশ্চাৎপদ জনগোষ্ঠী অধিকার রক্ষার আন্দোলনে বিভিন্ন সংগঠনের মিলে তৈরি হয়েছে *ওবিসি রাইট প্রোটেকশন ফোরামের*।

Advertisement

আমাদের মূল লক্ষ্য হল মহামান্য কলকাতা হাইকোর্ট কর্তৃক ২০১০ পরবর্তী ওবিসি সার্টিফিকেট বাতিল করায় রাজ্য সরকারের কাছে আইনানুগ পদক্ষেপ গ্রহণের দাবি জানানো।

22 মে, ২০২৪ কলকাতা হাইকোর্টের রায়ে রাজ্যের প্রায় ৫ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে।

এই কনভেনশনে আমাদের দাবি ও কর্মসূচি:

1) OBC-র প্রাপ্ত অধিকার রক্ষা করতে রাজ্য সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে।

2) সমস্ত নথি সুপ্রিম কোর্টে দারস্ত হয়ে আইনানুগভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে।

3) আদালত কর্তৃক উল্লিখিত ভুলগুলি শুধরে নিয়ে রাজ্য সরকারকে সংবিধান সম্মত পূর্ণাঙ্গ আইন তৈরি করতে হবে।

4) ওবিসি ওয়েলফেয়ার কমিশনকে সক্রিয় হতে হবে।

5) ওবিসি স্বার্থকে বিবেচনায় রেখেই ভর্তি প্রক্রিয়া চালু করতে সরকারকে বিশেষ উদ্যোগী হতে হবে।

6) সুপ্রিম কোর্টে চারটি সংগঠন একত্রে পার্টি হবে। (বেঙ্গল মাদ্রাসা ফোরাম, PEACE, আওয়াজ, যুব ফেডারেশন)

7) ১৩ই জুলাই কলকাতাতে প্রকাশ্য জনসমাবেশ হবে। এরপরে আরো বৃহত্তর আন্দোলনের রূপরেখা তৈরি হবে ।

8) প্রতিটি ডিএম এর কাছে ডেপুটেশন দেওয়া ।

এই ওবিসি রাইট প্রোটেকশন ফোরাম এর পক্ষ থেকে ইসরারুল হক মন্ডল, রবিউল ইসলাম, প্রাক্তন সাংসদ সৈয়দ সাইদুল হক, আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার সৈয়দ নুরুস সালাম, সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের মোহাম্মদ কামরুজ্জামান, অধ্যাপক আব্দুল হাদী ও ওমর ফারুক, অধ্যাপক মোখলেসুর রহমান, অধ্যাপক শামীম সাইফুল্লাহ, প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য, বিশিষ্ট চিকিৎসক ফুয়াদ হালিম বিশিষ্ট লেখক এসএম শামসুদ্দিন প্রমুখ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ