কলকাতা দেশ 

Abhishek Banerjee : নিয়োগ দুর্নীতি মামলায় ফের অস্বস্তিতে পড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়, হাইকোর্টের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : নিয়োগ দুর্নীতি মামলায় চরম অস্বস্তিতে পড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এক নির্দেশের ওপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মামলায় আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, তার সংস্থা  লিপ্‌স অ্যান্ড বাউন্ডস এর যাবতীয় তথ্য ইডির হাতে তুলে দিতে হবে।

এই নির্দেশের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ স্পষ্ট বলেছিল একক বেঞ্চ যে রায় প্রদান করেছে তা সম্পূর্ণভাবে সঠিক এবং তদন্তে সহযোগিতা করতে আপত্তি হওয়ার কথা নয় তদন্তে সহযোগিতা না করলে জনগণের কাছে একটা ভুল সংকেত যাবে। একই সঙ্গে এই বেঞ্চ জানিয়ে দিয়েছিল দুর্গা পুজোর দিনগুলো বাদে যে কোন দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজন হলে ইডি দেখে পাঠাতে পারবে।

Advertisement

ডিভিশন বেঞ্চের এই নির্দেশের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ শুক্রবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে তদন্তের সহযোগিতা করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর তদন্তের স্বার্থে প্রয়োজন পড়লে কেন্দ্রীয় এজেন্সি ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায় কে ডেকে পাঠাতে পারে। সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় এজেন্সিকে রীতিমতো ধমকে সুরে বলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে কোন পদক্ষেপ নিতে গেলে তা যেন আইন মেনে হয়। আইনকে অগ্রাহ্য করে কোন পদক্ষেপ নেওয়া যাবে না।

এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের কাছে রক্ষাকবচ চেয়েছিল । কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, রক্ষাকবচ হবে না তদন্তে সহযোগিতা করতে আপত্তি কোথায়। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি এসভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চ অভিষেকের আবেদন খারিজ করে দেয়। মামলাটিরও নিষ্পত্তি করে দেওয়া হয়। এরফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চরম অস্বস্তিতে পড়ল তা নিয়ে কোন সন্দেহ নেই। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর কেন্দ্রীয় এজেন্সি ইডির তৎপরতা আরো বাড়বে বলে রাজনৈতিক মহল মনে করছে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ