আন্তর্জাতিক 

ভারতের ২০০, ৫০০ ও ২০০০ টাকার নোট নিষিদ্ধ হতে চলেছে নেপালে , খুব শীঘ্রই জারি করা হবে সরকারি নির্দেশ

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : নেপাল সরকার সিদ্ধান্ত নিয়েছে ১০০ টাকার বেশি মূল্যের ভারতীয় নোট ব্যবহার করতে পারবেন না নেপালের নাগরিকরা। এই বিষয়ে সরকারের পক্ষ থেকে সাকুর্লার দেওয়া হবে বলে জানিয়েছেন , নেপালের তথ্য ও যোগাযোগ মন্ত্রী গোকুল প্রসাদ বাসকোটা।

নিজস্ব মুদ্রার পাশাপাশি নেপালে ভারতীয় মুদ্রার চল আছে। ভারতীয় পর্যটকরাও নেপালে ভারতীয় মুদ্রা নিয়ে আসেন। এবং ভারতীয় মুদ্রায় জিনিসপত্রও কেনা যায়। নেপালের ব্যবসায়ীরাও ভারতীয় টাকা রাখেন। দুই দেশের চুক্তি অনুযায়ী, ভারতীয় মুদ্রায় ২৫ হাজার টাকা পর্যন্ত নেপালে আনা যায়।

Advertisement

বিশেষ সূত্রে জানা গেছে, ভারতের পক্ষ থেকে  নেপাল সরকারকে বার্তা পাঠানো হয়েছে যে সেদেশে ২০০, ৫০০ এবং ২০০০-র জালনোট ছড়িয়ে পড়েছে। সেইসব জালনোট ভারতে আনার চেষ্টা করতে পারে জালনোট পাচারকারীরা।

২০১৬ সালের ৮ নভেম্বর পুরানো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করে ভারত সরকার।  তবে নেপালে এখনও অনেকের কাছে পুরানো ৫০০ ও ১০০০ টাকার নোট রয়েছে। সেই টাকাগুলি ফেরত নেওয়ার ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেয়নি ভারত সরকার। নেপালের প্রধানমন্ত্রী এই নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছিলেন। ভারতের নতুন নোটগুলি এখনও বৈধ হয়নি নেপালে। ১০০ টাকার বেশি মূল্যের নোট নিষিদ্ধ করার পিছনে এটাও কারণ হতে পারে বলে অনেকে মনে করছেন।


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

16 + 2 =