কলকাতা 

রথযাত্রার অনুমতি দেবে না রাজ্য প্রশাসন বিজেপির রাজ্য অফিসে চিঠি পাঠিয়ে জানিয়ে দিল নবান্ন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : আইন শৃঙ্খলার অবনতির কারণ দেখিয়ে বিজেপিকে রথযাত্রার অনুমতি দিল না রাজ্য সরকার।  বিজেপির রাজ্য দফতরে ফ্যাক্স করে রাজ্য প্রশাসন জানিয়ে দিয়েছে ,নরেন্দ্র মোদী বা অমিত শাহের সভার অনুমতি দেওয়া যেতে পারে, কিন্তু রথযাত্রার অনুমতি দেওয়া যাবে না।

হাইকোর্টের নির্দেশ মেনে আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বের করতে রাজ্য প্রশাসন ও বিজেপি নেতৃত্বের মধ্যে আলোচনা হয়।

Advertisement

এদিন নবান্নে রাজ্য প্রশাসন দীর্ঘ আলোচনার পর ফ্যাক্স করে জানিয়ে দিল রথযাত্রার অনুমতি দেওয়া সম্ভব নয়। আপত্তির চিঠি পাওয়ার পর  বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাজ্য প্রশাসনের সমালোচনা করে বলেন , ফের একবার প্রমাণিত হল, রাজ্যে কোনও আইনশৃঙ্খলা নেই।

প্রশাসনের এই ফ্যাক্স বার্তা পেয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, রাজ্যে গণতন্ত্র নেই বলেই আমরা গণতন্ত্র বাঁচাও যাত্রার ডাক দিয়েছিলাম। আবার রাজ্য প্রশাসন প্রমাণ করে দিল, রাজ্যে গণতন্ত্র নেই। আমরা আমাদের সর্বভারতীয় সভাপতির সঙ্গে কথা বলেই এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেব। প্রয়োজনে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

seven − 5 =